অল্প দামে 50MP ক্যামেরা-সহ পুষ্টিকর ফিচার্স, Redmi 12C শীঘ্রই লঞ্চ হবে ভারতে

রেডমি (Redmi) বর্তমানে বিশ্ব বাজারে একটি নতুন বাজেট রেঞ্জের স্মার্টফোন লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।...
Ananya Sarkar 3 Feb 2023 1:55 PM IST

রেডমি (Redmi) বর্তমানে বিশ্ব বাজারে একটি নতুন বাজেট রেঞ্জের স্মার্টফোন লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। কোম্পানিটি সম্প্রতি ভারতে Redmi Note 12 সিরিজ লঞ্চ করেছে। শাওমি (Xiaomi)-অধীনস্থ ব্র্যান্ডটি শীঘ্রই বিভিন্ন বাজারে তাদের নতুন বাজেট স্মার্টফোন হিসেবে Redmi 12C মডেলটি উন্মোচন করতে পারে। লঞ্চের পরে এই ডিভাইসটি রেডমির "Prime" সিরিজের নীচে অবস্থান করবে বলে। প্রসঙ্গত, 12C ইতিমধ্যেই চীনে কেনার জন্য উপলব্ধ। গ্লোবাল লঞ্চের তারিখ সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে তার আগেই এখন, Redmi 12C-কে থাইল্যান্ডের এনবিটিসি (NBTC) এবং ভারতের বিআইএস (BIS)-এর মতো গুরুত্বপূর্ণ সার্টিফিকেশন সাইটে স্পট করা গেছে, যা এই হ্যান্ডসেটটির আসন্ন গ্লোবাল লঞ্চের ইঙ্গিত দিচ্ছে। Redmi 12C সম্পর্কে এখন পর্যন্ত কি কি তথ্য সামনে এসেছে, আসুন দেখে নেওয়া যাক।

Redmi 12C-কে দেখা গেলে NBTC এবং BIS-এর ডেটাবেসে

রেডমি ১২সি কোম্পানির সবচেয়ে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোনগুলির মধ্যে একটি হবে। এই বাজেট রেঞ্জের ডিভাইসটি খুব শীঘ্রই লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। এটি থাইল্যান্ড, ভারত এবং আরও কয়েকটি দেশের বাজারে আত্মপ্রকাশ করেছে পারে। রেডমি ১২সি এখন থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন (NBTC)-এর সার্টিফিকেশন লাভ করেছে। এর তালিকা থেকে জানা গেছে যে, এই নতুন ফোনটির মডেল নম্বর 22120RN86G। তবে, বাণিজ্যিক নাম এবং ফোনের মডেল নম্বর ছাড়া, এনবিটিসি তালিকাটি রেডমি ১২সি সম্পর্কে অন্য কোনও তথ্য প্রকাশ করেনি। অন্যদিকে, ডিভাইসটিকে একই মডেল নম্বর সহ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) ওয়েবসাইটেও দেখা গেছে। কিন্তু যথারীতি, বিআইএস তালিকা থেকে রেডমি ফোনের কোনও স্পেসিফিকেশন বা ফিচার সম্পর্কে জানা যায়নি।

যদি, রেডমি ১২সি-এর গ্লোবাল ভ্যারিয়েন্টটি এর চীনা সংস্করণের মতো একই স্পেসিফিকেশন এবং ফিচার অফার করে, তাহলে এতে ৭২০ x ১,৬০০ পিক্সেলের রেজোলিউশন সহ ৬.৭১ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে থাকবে। ফ্রন্ট ক্যামেরার জন্য স্ক্রিনের ওপরের দিকে একটি ওয়াটারড্রপ নচ দেখা যাবে। ডিভাইসটি মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর দ্বারা চালিত হবে। রেডমি এই ফোনটিকে সর্বাধিক ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সহ চীনে ১২সি লঞ্চ করেছে। পাওয়ার ব্যাকআপের জন্য, ফোনটিতে ১০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হতে পারে।

ফটোগ্রাফির জন্য, Redmi 12C-এর গ্লোবাল মডেলের রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি গভীরতা সেন্সর উপস্থিত থাকতে পারে। আর সেলফির জন্য, ফোনটির সামনে একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করবে। নিরাপত্তার জন্য, এটিতে একটি রিয়ার-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং এআই ফেস আনলক ফিচারটি মিলবে। Redmi 12C-এর ওজন প্রায় ১৯২ গ্রাম এবং এর পুরুত্ব ৮.৭ মিলিমিটার।

Show Full Article
Next Story