Redmi 12C সস্তায় গ্লোবাল মার্কেটে আসছে 26 ফেব্রুয়ারি, দাম লিক হয়ে গেল, ফিচার কেমন

রেডমি চীনা নববর্ষের প্রাক্কালে একটি অতি-সাশ্রয়ী স্মার্টফোন হিসেবে তাদের দেশীয় বাজারে Redmi 12C স্মার্টফোনটি লঞ্চ...
Ananya Sarkar 18 Feb 2023 12:45 PM IST

রেডমি চীনা নববর্ষের প্রাক্কালে একটি অতি-সাশ্রয়ী স্মার্টফোন হিসেবে তাদের দেশীয় বাজারে Redmi 12C স্মার্টফোনটি লঞ্চ করেছে। এই হ্যান্ডসেটটি তার দামের পরিপ্রেক্ষিতে যথেষ্ট চিত্তাকর্ষক কিছু স্পেসিফিকেশনের সাথে এসেছে। উদাহরণস্বরূপ, এটি একটি বড় আইপিএস এলসিডি ডিসপ্লে, একটি বিশাল ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং একটি সক্ষম চিপসেট অফার করে। Redmi 12C বিশ্ব বাজারেও লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি। তবে এখন এক নামকরা টিপস্টার জানিয়েছেন যে, Redmi 12C চলতি মাসেই চীনের বাইরের বাজারগুলিতে আত্মপ্রকাশ করতে পারে। ফোনের দাম এবং স্পেসিফিকেশনগুলিও প্রকাশ করা হয়েছে। আসুন এবিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Redmi 12C গ্লোবাল মার্কেটে আসছে খুব শীঘ্রই

নির্ভরযোগ্য টিপস্টার পারস গুগলানি দাবি করেছেন যে, বাজেট রেঞ্জের রেডমি ১২সি আগামী ২৬ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আত্মপ্রকাশ করবে। ওই একই তারিখে ফ্ল্যাগশিপ শাওমি ১৩ সিরিজটিও গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে। টিপস্টার বলছেন যে, রেডমি নতুন এই স্মার্টফোনটি ওশান ব্লু, মিন্ট গ্রিন এবং গ্রাফাইট গ্রে- এই তিনটি কালার অপশনে পাওয়া যাবে। এছাড়া, ডিভাইসটি দুটি স্টোরেজ সংস্করণে উপলব্ধ হবে বলেও জানিয়েছেন তিনি। রেডমি ১২সি-এ র বেস মডেলটিতে ৩ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ থাকতে পারে, যেখানে টপ-এন্ড সংস্করণে ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত থাকতে পারে।

এদিকে, অ্যাপুয়ালস-এর একটি রিপোর্টে প্রকাশ করা হয়েছে যে রেডমি ১২সি-এর বেস মডেলের দাম হবে ১৭০ ইউরো (প্রায় ১৫,১০০ টাকা), যেখানে হাই-এন্ড ভ্যারিয়েন্টের দাম হতে পারে ২০০ ইউরো (প্রায় ১৭,৮০০ টাকা)৷ এই দামগুলি ইউরোপের জন্য, তবে দেশ ও প্রযোজ্য করের ওপর নির্ভর করে দামের তারতম্য হতে পারে৷ এছাড়াও, দাবি করা হয়েছে যে গ্লোবাল মার্কেটে আসতে চলা রেডমি ১২সি মডেলটি তার চীনা সংস্করণের মতো একই স্পেসিফিকেশন অফার করবে।

অর্থাৎ, Redmi 12C-এর গ্লোবাল মডেলে এইচডি+ (৭২০ x ১,৬৫০ পিক্সেল) রেজোলিউশন, ৫০০ নিট ব্রাইটনেস এবং ২০.৬:৯ অ্যাসপেক্ট রেশিও সহ ৬.৭১ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে থাকতে পারে। ডিভাইসটি মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর দ্বারা চালিত হবে, যা এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ইএমএমসি ৫.১ স্টোরেজের সাথে যুক্ত থাকবে।

ফটোগ্রাফির জন্য, গ্লোবাল মার্কেটে আসতে চলা Redmi 12C-এর ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ০.০৮ মেগাপিক্সেলের ডেপ্থ লেন্স সহ ডুয়েল ক্যামেরা সেটআপ অবস্থান করবে। আর সেলফির জন্য ফোনের সামনে একটি ৫ মেগাপিক্সেলের ক্যামেরা উপস্থিত থাকতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য, Redmi 12C-এর গ্লোবাল সংস্করণে স্ট্যান্ডার্ড ১০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে বলে আশা করা হচ্ছে।

Show Full Article
Next Story