দোকানে থরে থরে সাজানো অবস্থায় Redmi-র নতুন ফোনের ছবি ফাঁস, সস্তায় 50MP ক্যামেরা

রেডমি বর্তমানে C-ব্র্যান্ডিংয়ের সাথে তাদের নতুন Redmi 12C স্মার্টফোনটি বাজারে লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানা...
Ananya Sarkar 20 Feb 2023 1:04 PM IST

রেডমি বর্তমানে C-ব্র্যান্ডিংয়ের সাথে তাদের নতুন Redmi 12C স্মার্টফোনটি বাজারে লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে৷ এটি কোম্পানির একটি সাশ্রয়ী মূল্যের ডিভাইস হতে চলেছে। এই আসন্ন হ্যান্ডসেটটি সম্ভবত পাইপলাইনে রয়েছে এবং শীঘ্রই এর আগমন সম্পর্কে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। তবে তার আগেই এখন, Redmi 12C-এর কিছু রিয়েল লাইফ ইমেজ অনলাইনে ফাঁস হয়েছে। ফাঁস হওয়া ছবিগুলি ডিভাইসের ডিজাইন এবং ফর্ম ফ্যাক্টরগুলির প্রতিটি দিক প্রদর্শন করেছে। আসুন তাহলে এবিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

ফাঁস হল Redmi 12C-এর রিয়েল লাইফ ইমেজ

রেডমি ১২সি ইতিমধ্যেই চীনা বাজারে উন্মোচিত হয়েছে এবং এটি শীঘ্রই গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। আর এখন একটি দোকান থেকে এই রেডমি ফোনটির ফাঁস হওয়া ইমেজগুলিতে এর ফর্ম ফ্যাক্টর, ডিজাইন এবং প্যাকেজিং বক্সটিকে দেখা গেছে। ছবি অনুযায়ী, হ্যান্ডসেটটির প্যাকেজিং বাক্সটি আগের যেকোনও শাওমি স্মার্টফোনের মতোই, নতুন কোনও পরিবর্তন করা হয়নি। তবে, ডিভাইসটিতে রেডমি নোট ১০-এর অনুরূপ ক্যামেরা বাম্প রয়েছে বলে মনে হচ্ছে।

এছাড়াও, ব্র্যান্ড রেডমি ১২সি-এর ক্যামেরা বাম্পের প্রথম স্তরটিকে বড় করেছে এবং এর মধ্যে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও যুক্ত করেছে। আর ক্যামেরা সেটআপের পাশের ফাঁকা জায়গায় রেডমির ব্র্যান্ডিংটি উপস্থিত রয়েছে। ফাঁস হওয়া ছবিতে ডিভাইসটির রিয়ার প্যানেলে একটি জিগ-জ্যাগ প্যাটার্ন দেখা গেছে। অন্য যেকোনো শাওমি স্মার্টফোনের মতোই, রেডমি ১২সি-এরও ডানদিকের ফ্রেমে পাওয়ার বাটন এবং ভলিউম নিয়ন্ত্রণের বাটনগুলি অবস্থান করছে। ডিভাইসটির ডিজাইনটি বেশ আকর্ষণীয়।

চীনা সংস্করণের মতো Redmi 12C এর গ্লোবাল মডেলে এইচডি+ (৭২০ x ১,৬৫০ পিক্সেল) রেজোলিউশন, ৫০০ নিট ব্রাইটনেস এবং ২০.৬:৯ অ্যাসপেক্ট রেশিও সহ ৬.৭১ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে থাকতে পারে বলে অনুমান। এতে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর দেখা যাবে, সঙ্গে উপস্থিত থাকবে এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ইএমএমসি ৫.১ স্টোরেজ।

ফটোগ্রাফির জন্য, Redmi 12C-এর ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ০.০৮ মেগাপিক্সেলের ডেপ্থ লেন্স সহ ডুয়েল ক্যামেরা সেটআপ অবস্থান করবে। ফোনের সামনে একটি ৫ মেগাপিক্সেলের ক্যামেরা উপস্থিত থাকতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য, Redmi 12C-এর গ্লোবাল সংস্করণে স্ট্যান্ডার্ড ১০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হতে পারে।

Show Full Article
Next Story