মাত্র ১২,৯৯৯ টাকায় 108MP ক্যামেরা থেকে শুরু করে বহু কিছু, আজ প্রথমবার বিক্রি হচ্ছে Redmi 13 5G
গত ৯ই জুলাই অর্থাৎ মাত্র তিনদিন আগে শাওমি, তার রেডমি ১২ ৫জি ফোনের সাকসেসর মডেল হিসেবে নতুন বাজেট স্মার্টফোন রেডমি ১৩ ৫জি...গত ৯ই জুলাই অর্থাৎ মাত্র তিনদিন আগে শাওমি, তার রেডমি ১২ ৫জি ফোনের সাকসেসর মডেল হিসেবে নতুন বাজেট স্মার্টফোন রেডমি ১৩ ৫জি বাজারে এনেছে। সেক্ষেত্রে লঞ্চের পর আজ দুপুরে এই লেটেস্ট হ্যান্ডসেটটি প্রথমবার কেনার জন্য উপলব্ধ হল। হ্যাঁ, আজ ১২ই জুলাই থেকেই আগ্রহীরা রেডমি ১৩ ৫জি ফোনটি ইচ্ছেমতো খরিদ করতে পারবেন। মোবাইলটির দাম তো কমই, পাশাপাশি এতে বড় ও উন্নত মানের ডিসপ্লে, শক্তিশালী প্রসেসর, দুর্দান্ত ক্যামেরা ইত্যাদি ফিচার ব্যবহারের সুযোগ মিলবে।
রেডমি ১৩ ৫জি-র দাম, লভ্যতা: ফার্স্ট সেলে কী অফার পাবেন?
রেডমি ১৩ ফোনটি দুটি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হয়েছে, যেগুলি আজ দুপুর ১২টা থেকে অ্যামাজন ইন্ডিয়ায় কেনার জন্য উপলব্ধ। এর মধ্যে ৬ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি ১৭,৯৯৯ টাকা, তবে এটি ১৩,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছে। একইভাবে স্মার্টফোনটির ৮ জিবি ও ১২৮ জিবি ভ্যারিয়েন্টের এমআরপি ১৯,৯৯৯ টাকা হলেও, এটি ১৫,৪৯৯ টাকার লঞ্চ প্রাইসে পাওয়া যাবে।
অফার বলতে, এক্ষেত্রে ৬ জিবি র্যাম ভ্যারিয়েন্টটিতে হাজার টাকার কুপন ডিসকাউন্ট, ১৩,২৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার থেকে শুরু করে ৬৭৯ টাকার ইএমআই স্কিম কাজে লাগাতে পারবেন। অন্যদিকে ৮ জিবি র্যাম মডেলটিতে ১,০০০ টাকার ব্যাঙ্ক অফার এবং ১৪,৭২৪ টাকার এক্সচেঞ্জ অফার থাকছে।
রেডমি ১৩ ৫জি ফোনের স্পেসিফিকেশন
শাওমি রেডমি ১৩ ৫জি মোবাইল ফোনটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও কর্নিং গরিলা গ্লাস ৩ এসই প্রোটেকশনযুক্ত ৬.৭৯ ইঞ্চি ফুল-এইচডি+ (রেজোলিউশন ২৪০০×১০৮০ পিক্সেল) আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে ৪এনএম অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ২ এই প্রসেসর, যার সাথে ৮ জিবি পর্যন্ত র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের অপশন বর্তমান। এক্ষেত্রে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে মেলে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টবিশিষ্ট ৫,০৩০ এমএএইচ ব্যাটারি।
আবার ফটোগ্রাফিক ফিচারের কথা বললে, রেডমি ১৩ ৫জি হ্যান্ডসেটটি ৩এক্স ইন-সেন্সর জুমের সুবিধাযুক্ত ১০৮ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করে। উল্লেখ্য, এর রিয়ার প্যানেলে প্রিমিয়াম গ্লাস ডিজাইন দেখা যাবে এবং এটি দুটি কালার ভ্যারিয়েন্টে উপলব্ধ – ব্ল্যাক ডায়মন্ড ও হাওয়াইয়ান ব্লু।