Redmi 13C 4G নতুন বছরে নতুন কালারে হাজির, হাজার টাকা ডিসকাউন্ট সহ পাওয়া যাচ্ছে

শাওমির সাব-ব্র্যান্ড রেডমি গত মাসে ভারতে Redmi 13C সিরিজ লঞ্চ করেছে। এই লাইনআপে রয়েছে Redmi 13C এবং Redmi 13C 5G মডেল।...
techgup 1 Jan 2024 10:05 PM IST

শাওমির সাব-ব্র্যান্ড রেডমি গত মাসে ভারতে Redmi 13C সিরিজ লঞ্চ করেছে। এই লাইনআপে রয়েছে Redmi 13C এবং Redmi 13C 5G মডেল। আজ আবার সংস্থাটি এখন 4G মডেলের নতুন কালার ভ্যারিয়েন্ট নিয়ে এসেছে। লঞ্চের সময় স্মার্টফোনটি স্টারশাইন গ্রিন এবং স্টারশাইন ব্ল্যাক কালার অপশনে এসেছিল। তবে এবার থেকে স্টারফ্রস্ট হোয়াইট (Starfrost White) কালারেও Redmi 13C 4G পাওয়া যাবে। শুধু তাই নয়, এই ফোনের সাথে ব্যাংক অফার ও এক্সচেঞ্জ ডিসকাউন্টও দেওয়া হচ্ছে।
 
ভারতে Redmi 13C 4G এর দাম

রেডমি ১৩সি ৪জি এর ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি মডেলের দাম রাখা হয়েছে ৮,৯৯৯ টাকা। আর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি এবং ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি মডেলের দাম যথাক্রমে ৯,৯৯৯ টাকা এবং ১১,৪৯৯ টাকা।

Redmi 13C 4G এর সাথে পাওয়া যাচ্ছে লোভনীয় অফার

Mi.com ওয়েবসাইটে আইসিআইসিআই ব্যাঙ্ক, এসবিআই এবং এইচডিএফসি ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্টে ১,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। আবার ক্রেতারা রেডমি বাডস ৪ অ্যাক্টিভ সহ রেডমি ১৩সি ৪জি নো-কস্ট ইএমআই-এ কিনতে পারবেন। আবার এক্সচেঞ্জ অফারও পাওয়া যাচ্ছে।

Redmi 13C 4G এর স্পেসিফিকেশন ও ফিচার

রেডমি ১৩সি ৪জি মডেলে আছে ৬.৭৪ ইঞ্চি ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৬০০ নিট ব্রাইটনেস সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে ১২ এনএম মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক এমআইইউআই ১৪ কাস্টম স্কিনে চলে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ১৮ ওয়াট চার্জিং সাপোর্টসহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য Redmi 13C 4G মডেলে আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। কানেক্টিভিটির জন্য এতে রয়েছে ওয়াই-ফাই ৫, ব্লুটুথ ৫.৩, হেডফোন জ্যাক ও ইউএসবি টাইপ-সি পোর্ট।

Show Full Article
Next Story