Redmi 13C 5G ভারতের থেকেও সস্তায় এই দেশে লঞ্চ হল, 50MP ক্যামেরা সহ রয়েছে দারুণ ফিচার্স

রেডমি ২০২২ সালের শেষের দিকে চীনের বাজারে সাশ্রয়ী মূল্যের Redmi 12C স্মার্টফোনটি উন্মোচন করেছিল। আর এখন ২০২৩ সালের প্রায় শেষ লগ্নে এসে চীনা ব্র্যান্ডটি এর…

রেডমি ২০২২ সালের শেষের দিকে চীনের বাজারে সাশ্রয়ী মূল্যের Redmi 12C স্মার্টফোনটি উন্মোচন করেছিল। আর এখন ২০২৩ সালের প্রায় শেষ লগ্নে এসে চীনা ব্র্যান্ডটি এর উত্তরসূরি হিসাবে Redmi 13C 5G লঞ্চ করেছে। এটি সেই একই ডিভাইস, যা চলতি মাসের শুরুতে ভারতের বাজারে আত্মপ্রকাশ করেছে। Redmi 13C 5G-তে আইপিএস এলসিডি ডিসপ্লে, MediaTek Dimensity 6100 Plus প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। আসুন তাহলে এই বাজেট রেডমি ফোনটির চীনা সংস্করণ ও ভারতীয় মডেলের দামের পার্থক্য এবং স্পেসিফিকেশন ও ফিচারগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Redmi 13C 5G-এর স্পেসিফিকেশন এবং ফিচার

রেডমি ১৩সি ৫জি-তে ৬.৭৪ ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেল রয়েছে। এই ওয়াটারড্রপ নচ যুক্ত ডিসপ্লেটি ৭২০ x ১,৬০০ পিক্সেলের এইচডি+ রেজোলিউশন, ৯০ হার্টজ রিফ্রেশ রেট, সর্বোচ্চ ৬০০ নিট পিক ব্রাইটনেস এবং ডিসি ডিমিং সাপোর্ট করে। নিরাপত্তার জন্য, এতে রয়েছে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। রেডমি ১৩সি ৫জি-তে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০ প্লাস চিপসেট ব্যবহার করা হয়েছে। ফোনটি ৮ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ২.২ স্টোরেজ সহ এসেছে। অতিরিক্ত স্টোরেজের জন্য, এতে একটি মাইক্রোএসডি কার্ড স্লটও মিলবে। এই রেডমি ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ (MIUI 14) কাস্টম স্কিনে চলে।

ফটোগ্রাফির জন্য, রেডমি ১৩সি ৫জি-এর রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ২ মেগাপিক্সেলের সহায়ক লেন্স এবং একটি এলইডি ফ্ল্যাশ অন্তর্ভুক্ত রয়েছে। আর ফোনের সামনে একটি ৫ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, রেডমি ১৩সি ৫জি-এ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। তবে, হ্যান্ডসেটটির রিটেইল প্যাকেজে একটি স্ট্যান্ডার্ড ১০ ওয়াট চার্জার অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া, Redmi 13C 5G ডুয়েল সিম সাপোর্ট, 5G, ওয়াই-ফাই, ব্লুটুথ, একটি ইউএসবি-সি পোর্ট, একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক এবং একটি সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের মতো ফিচারগুলিও অফার করে। তবে জানিয়ে রাখি, এই একই ডিভাইস ইতিমধ্যেই চীনে Redmi 13R 5G এবং ভারতে ও বিশ্বের কিছু দেশে Poco M6 5G নামেও বিক্রি হচ্ছে।

চীনে Redmi 13C 5G-এর মূল্য

Redmi 13C 5G চীনা বাজারে তিনটি বিকল্পে পাওয়া যায়। বেস ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলটির দাম রাখা হয়েছে ৭৪৯ ইউয়ান (প্রায় ৮,৮২৫ টাকা)। আর উচ্চতর ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টগুলির মূল্য যথাক্রমে ৮৪৯ ইউয়ান (প্রায় ১০,২১৫ টাকা) এবং ১,০৪৯ ইউয়ান (প্রায় ১২,৩৫৫ টাকা)। অন্যদিকে, ভারতের বাজারে একই ভ্যারিয়েন্টের জন্য Redmi 13C 5G-এর দাম যথাক্রমে ৯,৯৯৯ টাকা, ১১,৪৯৯ টাকা এবং ১৩,৯৯৯ টাকা। ফোনটিকে দুটি শেডে বেছে নেওয়া যাবে- রেইনবো স্টার ইয়ার্ন এবং স্টার রক ব্ল্যাক।