Redmi 13C 5G: রেডমির সবচেয়ে সস্তা ৫জি ফোন ভারতে লঞ্চ হল, রয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা
প্রতিশ্রুতি মতো আজ অর্থাৎ ৬ই ডিসেম্বর Xiaomi ভারতের বাজারে Redmi 13C স্মার্টফোন সিরিজ লঞ্চ করলো। নবাগত এই লাইনআপের অধীনে...প্রতিশ্রুতি মতো আজ অর্থাৎ ৬ই ডিসেম্বর Xiaomi ভারতের বাজারে Redmi 13C স্মার্টফোন সিরিজ লঞ্চ করলো। নবাগত এই লাইনআপের অধীনে দুটি ডিভাইস বা বলা যায় একটি মডেলেরই দুটি ভ্যারিয়েন্ট আত্মপ্রকাশ করেছে। যথা - Redmi 13 4G এবং Redmi 13 5G। যার মধ্যে 5G মডেলটির সম্পর্কে এখানে আমরা আলোচনা করবো। ফিচার হিসাবে এই ফোনে - ৯০ হার্টজ রিফ্রেশ রেটের HD+ LCD ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি চিপসেট, ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ, ৫০ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট এবং ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি পাওয়া যাবে। আবার বাজেট-রেঞ্জের হ্যান্ডসেট হওয়া সত্ত্বেও এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সুবিধা মিলবে। চলুন নয়া Redmi 13C 5G স্মার্টফোনের দাম, লভ্যতা এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারে জেনে নেওয়া যাক।
ভারতে Redmi 13C 5G স্মার্টফোনের দাম এবং প্রাপ্যতা
রেডমি ১৩সি ৫জি স্মার্টফোন মোট তিনটি স্টোরেজ কনফিগারেশনে ভারতে লঞ্চ হয়েছে। নিচে প্রত্যেকটির দাম দেওয়া হল -
৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ – ১০,৯৯৯ টাকা
৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ – ১২,৪৯৯ টাকা
৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ – ১৪,৪৯৯ টাকা
রেডমি ১৩সি ৫জি স্টারট্রেইল ব্ল্যাক, স্টারট্রেইল সিলভার এবং স্টারট্রেইল গ্রীন কালার বিকল্পে এসেছে। লভ্যতার কথা বললে, আগামী ১৬ই ডিসেম্বর দুপুর ১২টা থেকে ডিভাইসটি সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট (Mi.com), ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন ইন্ডিয়া (Amazon India) এবং সংস্থা দ্বারা অনুমোদিত রিটেল স্টোরের মাধ্যমে কেনা যাবে।
Redmi 13C 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন
ফ্ল্যাট ফ্রেম ডিজাইনের সাথে আসা Redmi 13C 5G স্মার্টফোনে ৬.৭৪-ইঞ্চির এইচডি প্লাস (১৬০০x৭২০ পিক্সেল) LCD ডিউ-ড্রপ নচ ডিসপ্লে প্যানেল দেওয়া হয়েছে। এই ডিসপ্লে কর্নিং গরিলা গ্লাস দ্বারা সুরক্ষিত এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট, সর্বোচ্চ ৬০০ নিট ব্রাইটনেস ও ডিসি ডিমিং প্রযুক্তি সমর্থন করে। ভালো পারফরম্যান্স প্রদানের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই ফোন অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ (MIUI 14) কাস্টম স্কিন দ্বারা চালিত। আবার স্টোরেজ হিসাবে এতে ৮ জিবি পর্যন্ত LPDDR4x র্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি মেমরি পাওয়া যাবে।
ক্যামেরা বিভাগের কথা বললে, Redmi 13C 5G ফোনের পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে। যার প্রাইমারি সেন্সরটি ৫০ মেগাপিক্সেলের। যদিও সহায়ক লেন্সের রেজোলিউশন এখনো অজানা। তবে ডিভাইসের সামনে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। তদুপরি কানেক্টিভিটির জন্য এই হ্যান্ডসেটে - ডুয়াল সিম স্লট, ৫জি, ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.৩, জিএনএসএস, ইউএসবি টাইপ-সি পোর্ট, মাইক্রোএসডি কার্ড স্লট এবং একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক সামিল থাকছে৷
আবার সিকিউরিটি ফিচার হিসাবে এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে। পরিশেষে Redmi 13C 5G স্মার্টফোনে ১৮ ওয়াট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে। যদিও রিটেল বক্সে মাত্র ১০ ওয়াটের চার্জার দেওয়া হয়েছে।