Redmi-এর এই 5G ফোন এখন মাত্র 9499 টাকায়, প্রথম সেলে বিক্রি ছাড়িয়েছিল তিন লক্ষ

10 হাজারেরও কমে 5G স্মার্টফোন কিনতে চাইলে Redmi 13C আপনার জন্য পারফেক্ট চয়েস হতে পারে। এই সাশ্রয়ী মূল্যের 5G ফোনটি...
techgup 31 Aug 2024 4:32 PM IST

10 হাজারেরও কমে 5G স্মার্টফোন কিনতে চাইলে Redmi 13C আপনার জন্য পারফেক্ট চয়েস হতে পারে। এই সাশ্রয়ী মূল্যের 5G ফোনটি 2023 সালের ডিসেম্বরে ভারতে লঞ্চ হয়েছিল। এর বেস ভ্যারিয়েন্ট এই মুহূর্তে লোভনীয় অফারে 9,499 টাকায় বিক্রি হচ্ছে। উল্লেখ্য, Redmi 13C সিরিজের অধীনে দুটি মডেল বাজারে আসে- Redmi 13C 5G এবং Redmi 13C 4G। আর প্রথম সেলে 3 লক্ষেরও বেশি ফোন বিক্রি হয় বলে রেডমির তরফে জানানো হয়।

Redmi 13C 5G ফোনের 4 জিবি মডেল এখন মাত্র 9499 টাকায়

রেডমির অফিসিয়াল সাইটে রেডমি 13সি 5জি এর 4 জিবি + 128 জিবি মডেলের দাম 10,499 টাকা, 6 জিবি + 128 জিবি মডেলের দাম 11,999 টাকা এবং 8 জিবি + 256 জিবি মডেলের দাম 13,999 টাকা। তবে অ্যামাজন ইন্ডিয়ায় এর বেস ভ্যারিয়েন্টের সাথে 1,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।

আজ্ঞে হ্যাঁ! অ্যামাজন থেকে এর 4 জিবি + 128 জিবি ভ্যারিয়েন্ট 1,000 টাকা কুপন ডিসকাউন্ট সহ কেনা যাবে, অর্থাৎ এই কুপন ব্যবহারের পর মডেলটি 9,499 টাকায় আপনার হবে। তবে মনে রাখবেন 1,000 টাকা কুপন ডিসকাউন্ট কেবল বেস মডেলের সাথে পাওয়া যাচ্ছে।

Redmi 13C 5G এর বিশেষ বিশেষ ফিচার

Redmi 13C 5G ফোনের সামনে দেখা যাবে 6.74-ইঞ্চি এইচডি প্লাস (1600x720 পিক্সেল) রেজোলিউশনের এলসিডি ডিসপ্লে, যা 90 হার্টজ রিফ্রেশ রেট এবং 180 হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। আর এই রেডমি ডিভাইসটি ট্রিপল-স্লট সিম কার্ড ট্রে সহ এসেছে, যেখানে ন্যানো সিমের জন্য দুটি স্লট এবং মাইক্রোএসডি কার্ডের জন্য একটি ডেডিকেটেড স্লট (1 টিবি পর্যন্ত সাপোর্ট করে) রয়েছে। আবার এতে পাওয়া যাবে মিডিয়াটেক ডাইমেনসিটি 6100+ প্রসেসর।

ফটোগ্রাফির জন্য Redmi 13C 5G স্মার্টফোনে এফ / 1.8 অ্যাপারচার সহ 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। সেলফির জন্য আছে এফ / 2.2 অ্যাপারচার সহ 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আর পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে 5,000 এমএএইচ ব্যাটারি, যা 18 ওয়াট চার্জিং সাপোর্ট করবে। তবে বক্সে 10 ওয়াট চার্জার পাওয়া যাবে।

Show Full Article
Next Story