Redmi 13C 5G অতিসস্তায় বাজারে এল, 50 মেগাপিক্সেল ক্যামেরার এই ফোন কেনা উচিত?
5G নেটওয়ার্ক লঞ্চ হবার পর 5G স্মার্টফোনের চাহিদা ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। আর এই কারণেই Redmi তাদের ফ্যানদের জন্য অতি...5G নেটওয়ার্ক লঞ্চ হবার পর 5G স্মার্টফোনের চাহিদা ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। আর এই কারণেই Redmi তাদের ফ্যানদের জন্য অতি সস্তায় নিয়ে এসেছে Redmi 13C 5G। সম্প্রতি লঞ্চ হওয়া দুর্দান্ত ফিচারের এই 5G ফোনটির দামও রাখা হয়েছে একদম সাধ্যের মধ্যেই। আর আপনি যদি এই ডিভাইসটির বিষয়ে আগ্রহী হয়ে থাকেন, তাহলে এটির স্পেসিফিকেশন ও দাম সম্পর্কে জেনে নিন।
Redmi 13C 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
রেডমি ১৩সি ৫জি স্মার্টফোনে ৬.৭৪-ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ৬০০ নিট ব্রাইটনেস সমর্থন করে। উন্নত পারফরম্যান্স প্রদানের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসর ব্যবহার করা হয়েছে। আবার, স্টোরেজ হিসাবে এতে ৮ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত মেমোরি দেওয়া হয়েছে।
Redmi 13C 5G ফোনে ১৮ ওয়াট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, তবে ডিভাইসটির বক্সে মাত্র ১০ ওয়াটের চার্জার রয়েছে। ফটোগ্রাফির জন্য এই ডিভাইসে ১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল এআই ডুয়াল ক্যামেরা উপস্থিত, যা কম আলোতেও অসাধারণ ছবি ক্যাপচার করতে সক্ষম। আর সেলফির জন্য ডিভাইসের সামনে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাও দেওয়া হয়েছে। সিকিউরিটি ফিচার হিসাবে এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে। আর স্ক্রিনের নিরাপত্তার জন্য দেওয়া হয়েছে গরিলা গ্লাস প্রোটেকশন।
Redmi 13C 5G-এর দাম
রেডমির এই ডিভাইসটি তিনটি ভিন্ন মেমরি ভ্যারিয়েন্টে উপলব্ধ - ৪ জিবি + ১২৮ জিবি, ৬ জিবি + ১২৮ জিবি এবং ৮জিবি + ২৫৬ জিবি। এদের ধার্য্য মূল্য যথাক্রমে ৯,৯৯৯ টাকা, ১১,৪৯৯ টাকা এবং ১৩,৯৯৯ টাকা।
ক্রেতারা আইসিআইসিআই ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করে পেয়ে যেতে পারেন ১,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট।