Redmi 14 ও Poco M7 বাজেট রেঞ্জে কবে লঞ্চ হবে? সময় জানা গেল IMEI ডেটাবেস থেকে

Redmi ও Poco দুটি নতুন বাজেট ফোন বাজারে আনতে চলেছে। এই দুই ডিভাইসের নাম Redmi 14 ও POCO M7। আজ এই দুই হ্যান্ডসেটকে...
Ankita Mondal 17 Oct 2024 12:11 AM IST

Redmi ও Poco দুটি নতুন বাজেট ফোন বাজারে আনতে চলেছে। এই দুই ডিভাইসের নাম Redmi 14 ও POCO M7। আজ এই দুই হ্যান্ডসেটকে আইএমইআই (IMEI) ডেটাবেসে খুঁজে পাওয়া গেছে। এদের মডেল নম্বর দেখে মনে হচ্ছে যে, ফোন দুটি ২০২৫ সালে লঞ্চ হবে। আসুন Redmi 14 ও POCO M7 সম্পর্কে কি কি তথ্য সামনে এল দেখে‌ নেওয়া যাক।

Redmi 14 ও POCO M7 উপস্থিত হল IMEI ডেটাবেসে

রেডমি ১৪ ফোনটি আইএমইআই ডেটাবেসে তিনটি মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত হয়েছে - '25028RN03L', '25028RN03I', '25028RN03Y' ও '25028RN03A'। শেষের অক্ষরগুলি অঞ্চলকে বোঝায়। যেমন প্রথম মডেল নম্বরের শেষে 'এল' অক্ষরের অর্থ এটি লাতিন আমেরিকায় লঞ্চ হবে। আবার দ্বিতীয়তে আছে 'আই' অর্থাৎ এটি ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট।

এছাড়া 'ওয়াই' অক্ষর বোঝায় রেডমি ১৪ এর এনএফসি ভার্সনকে। আর 'এ' অক্ষর দ্বারা নন-এনএফসি ভ্যারিয়েন্টকে বোঝানো হয়েছে। আর জানা গেছে এই ডিভাইসের দুটি কোডনেম থাকবে 'watt' ও 'volt'।

অন্যদিকে POCO M7 মডেলটি আইএমইআই ডেটাবেসে '25028PC03G', '25028PC03I' ও '25028PC03Y' মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত হয়েছে। এখানে‌ শেষে 'জি' এর গ্লোবাল ভ্যারিয়েন্ট। আর শেষে 'ওয়াই' থাকা মডেল‌ নম্বর এনএফসি ভ্যারিয়েন্টকে বুঝিয়েছে। আবার 'আই' অর্থাৎ POCO M7 এর ভারতীয় ভ্যারিয়েন্ট।

এদিকে আমরা জানি শাওমি মডেল নম্বরের প্রথম দুই সংখ্যা দিয়ে সাল ও পরের দুই সংখ্যা দিয়ে মাস বোঝায়। ফলে Redmi 14 ও POCO M7 আগামি বছরের ফেব্রুয়ারিতে লঞ্চ হতে পারে বলে মনে হচ্ছে। এছাড়া আমাদের অনুমান পোকো ফোনটি রেডমি ডিভাইসের রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে আসতে পারে। কারণ অতীতে আমরা এই ঘটনা বহুবার দেখেছি।

Show Full Article
Next Story

COPYRIGHT 2024

Powered By Blink CMS
Share it