পিছনে থাকবে গ্লাস, Redmi 14C 5G একাধিক মেমোরি ভ্যারিয়েন্ট ও ডুয়েল ক্যামেরা সহ বাজারে আসছে

গত ডিসেম্বরে লঞ্চ হয়েছিল Redmi 13C 5G ও Redmi 13R 5G। এবার এদের উত্তরসূরি হিসেবে আসছে Redmi 14C 5G। ইতিমধ্যেই 2411DRN47C মডেল নম্বর সহ ফোনটি…

Redmi 14C 5G Full Specifications Display Camera Soc Battery-Surface-From Tenaa Certification

গত ডিসেম্বরে লঞ্চ হয়েছিল Redmi 13C 5G ও Redmi 13R 5G। এবার এদের উত্তরসূরি হিসেবে আসছে Redmi 14C 5G। ইতিমধ্যেই 2411DRN47C মডেল নম্বর সহ ফোনটি IMEI ডেটাবেসে উপস্থিত হয়েছে। এছাড়া জানা গেছে এই স্মার্টফোনের গ্লোবাল ও ইন্ডিয়ান ও জাপানিজ ভ্যারিয়েন্টের মডেল নম্বর থাকবে 2411DRN47G, 2411DRN47I ও 2411DRN47R। আজ আবার Redmi 14C 5G ফোনকে চীনের টেনা সার্টিফিকেশন সাইটে খুঁজে পাওয়া গেছে এবং এখান থেকে এর স্পেসিফিকেশন সামনে এসেছে।

Redmi 14C 5G এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

টেনা লিস্টিং অনুযায়ী, আসন্ন রেডমি ১৪সি ৫জি এর সামনে দেখা যাবে ৬.৮৮ ইঞ্চি এইচডি প্লাস (৭২০ x ১৬৪০ পিক্সেল) এলসিডি স্ক্রিন। আর পারফরম্যান্সের জন্য থাকবে ২.৩৬ গিগাহার্টজের অক্টা কোর প্রসেসর। এদিকে পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হবে ৫,০৬০ এমএএইচ (রেটেড ভ্যালু) ব্যাটারি। আর এই স্পেসিফিকেশন দেখে মনে হচ্ছে রেডমি ১৪সি ৫জি স্মার্টফোন রেডমি ১৪আর এর রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে আসবে।

এদিকে টেনা থেকে আরও জানা গেছে যে, Redmi 14C 5G ডিভাইসটি একাধিক স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এটি ৪ জিবি/ ৬ জিবি/ ৮ জিবি/ ১২ জিবি র‌্যাম ও ৬৪ জিবি/ ১২৮ জিবি/ ২৫৬ জিবি/ ৫১২ জিবি স্টোরেজ সহ আসবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ আরও বাড়ানো যাবে। আর ডিভাইসটি হাইপারওএস অপারেটিং সিস্টেমে চলবে।

ফটোগ্রাফির জন্য Redmi 14C 5G ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই ক্যামেরাগুলি হবে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ০.৮ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ডিভাইসটির ব্যাক প্যানেলে গ্লাস ব্যবহার করা হবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন