Redmi 14C 5G ভারতে লঞ্চের দোরগোড়ায় পৌঁছে গেল, স্ন্যাপড্রাগন প্রসেসর সহ পাবেন শক্তিশালী ব্যাটারি
Redmi 14C 5G ভারতীয় মডেলটি সম্প্রতি Geekbench বেঞ্চমার্ক সাইটে 2411DRN47I মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত হয়েছিল। লিস্টিং থেকে জানা গেছে যে ফোনটি সিঙ্গেল কোর টেস্টে 917 এবং মাল্টি-কোর টেস্টে 2,182 স্কোর করেছে।
রেডমি গতকাল একটি টিজার ইমেজ প্রকাশ করে ভারতে তাদের নতুন স্মার্টফোন লঞ্চের কথা জানায়। এই ফোনটি ভারতের পাশাপাশি বিশ্বব্যাপী লঞ্চ হবে। ব্র্যান্ডটির অফিসিয়াল টুইটে লেখা হয় যে, নতুন বছরে ধামাকা হতে চলেছে এবং পোস্টারে '2025G' লেখা নজরে পড়ে, যা ইঙ্গিত দেয় যে স্মার্টফোনটি 2025 সালের প্রথম দিকে লঞ্চ হতে পারে। এরপর কোম্পানি আরেকটি টুইটে জানায় এটি Redmi 14C 5G নামে ভারতে লঞ্চ হতে চলেছে।
জনপ্রিয় টিপস্টার পারস গুগলানিও জানিয়েছেন যে Redmi 14C 5G ভারত সহ বিশ্ব বাজারে শীঘ্রই লঞ্চ হতে চলেছে। এটি Redmi 13C এর উত্তরসূরি হিসাবে আসবে, যেটি 2023 সালের ডিসেম্বরে ভারতে এসেছিল। উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বরে Redmi 14C 4G বিশ্ব বাজারে লঞ্চ হয়েছিল। এবার 5G মডেল আসার পালা।
The #2025G smartphone is coming your way! 🥰Did you spot it in the video? Take a screenshot and share it in the comments using #2025G! pic.twitter.com/8z0rcPRTti
— Redmi India (@RedmiIndia) December 26, 2024
Redmi 14C 5G ভারতীয় মডেলটি সম্প্রতি Geekbench বেঞ্চমার্ক সাইটে 2411DRN47I মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত হয়েছিল। লিস্টিং থেকে জানা গেছে যে ফোনটি সিঙ্গেল কোর টেস্টে 917 এবং মাল্টি-কোর টেস্টে 2,182 স্কোর করেছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড 14 ওএস এবং 8 জিবি র্যাম সহ আসবে। হ্যান্ডসেটটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেন চিপসেট দ্বারা চালিত হতে পারে।
Redmi 14R এর ফিচার ও স্পেসিফিকেশন
Redmi 14C 5G আসলে Redmi 14R এর একটি রিব্র্যান্ডেড ভার্সন হবে, তাই আশা করা যায় ফোন দুটির ফিচার একই রকম হতে পারে।
ডিসপ্লে: Redmi 14R ফোনে 120Hz রিফ্রেশ রেট, 1640 x 720 পিক্সেল রেজোলিউশন এবং 600 নিট পর্যন্ত ব্রাইটনেস সহ 6.88-ইঞ্চি ডিসপ্লে আছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য পিছনে 13 মেগাপিক্সেল এবং সামনে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।
ব্যাটারি: রেডমির এই ডিভাইসে 18W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,160mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
ওএস: ফোনটি অ্যান্ড্রয়েড 14-ভিত্তিক হাইপারওএস কাস্টম স্কিনে চলে।
প্রসেসর: Redmi 14R হ্যান্ডসেটে গ্রাফিক্সের জন্য অ্যাড্রেনো জিপিইউ সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 Gen 2 চিপসেট ব্যবহার করা হয়েছে।
Redmi 14C 5G ভারতীয় মডেলটি সম্প্রতি Geekbench বেঞ্চমার্ক সাইটে 2411DRN47I মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত হয়েছিল। লিস্টিং থেকে জানা গেছে যে ফোনটি সিঙ্গেল কোর টেস্টে 917 এবং মাল্টি-কোর টেস্টে 2,182 স্কোর করেছে।