আরও সস্তা হয়ে গেল এই Redmi ফোন, সাথে বিনামূল্যে পাওয়া যাবে হেডফোন

আপনি কি হালফিলে খুব কম দামে কোনো দুর্দান্ত এন্ট্রি লেভেল স্মার্টফোন কেনার প্ল্যান করছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য...
techgup 21 Oct 2022 12:56 PM IST

আপনি কি হালফিলে খুব কম দামে কোনো দুর্দান্ত এন্ট্রি লেভেল স্মার্টফোন কেনার প্ল্যান করছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য রয়েছে একটি দারুণ সুখবর! আসলে চলতি Amazon Diwali Sale-এ Redmi 9 Activ ফোনটি অতিশয় সস্তায় বিক্রি হচ্ছে। এক্ষেত্রে বলে রাখি, উক্ত হ্যান্ডসেটটি Xiaomi-র এন্ট্রি লেভেল স্মার্টফোন। সংস্থার তরফে বেশ সাশ্রয়ী মূল্যেই এটিকে লঞ্চ করা হয়েছিল। তবে চলতি সময়ে Amazon Diwali Sale-এ এই সস্তা ফোনটি আরও খানিকটা কম দামে কিনতে সক্ষম হবেন গ্রাহকরা। চলুন, ফোনটির দাম এবং অফার সম্পর্কে একটু বিশদে জেনে নিই।

Amazon Diwali Sale-এ Redmi 9 Activ-এর দাম

রেডমি ৯ অ্যাক্টিভের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলটির আসল দাম ১০,৯৯৯ টাকা। তবে অ্যামাজনের চলতি সেলে ২৬% ছাড়ের সুবাদে মাত্র ৮,০৯৯ টাকায় এই স্মার্টফোনটি কিনতে পারবেন ক্রেতারা। তদুপরি, সেল চলাকালীন উপলব্ধ একটি বিশেষ কুপনের মাধ্যমে এই ফোনে ৮০০ টাকার ছাড় পাওয়া যাচ্ছে, যার ফলে হ্যান্ডসেটটির দাম আরও কিছুটা কমে হবে ৭,২৯৯ টাকা। শুধু তাই নয়, বর্তমানে অ্যামাজনে এই ফোনের সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাচ্ছে ৪৯৯ টাকার ইয়ারফোনও। এছাড়া, আকর্ষণীয় কিছু ব্যাংক অফার এবং ৭,৬৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারের সুবিধাও উপলব্ধ রয়েছে।

Redmi 9 Activ-এর ফিচার এবং স্পেসিফিকেশন

রেডমি ৯ অ্যাক্টিভ স্মার্টফোনে রয়েছে ২০:৯ অ্যাসপেক্ট রেশিও সহ ৬.৫৩ ইঞ্চি এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ডিভাইসে মিলবে ১০ ওয়াট চার্জিং সাপোর্টযুক্ত ৫,০০০ এমএএইচ ব্যাটারি। ফোনটির দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট মার্কেটে উপলব্ধ - ৪ জিবি + ৬৪ জিবি এবং ৬ জিবি + ১২৮ জিবি।

ক্যামেরার কথা বললে, রেডমির এই ফোনে রয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল - ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেইসাথে, সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য হ্যান্ডসেটটিতে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। আবার, সিকিউরিটির জন্য ফোনটির ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বিদ্যমান।

ডুয়েল সিম সাপোর্ট সহ আসা Redmi 9 Activ ফোনের কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে ব্লুটুথ, ওয়াই-ফাই, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক। এই ফোনের ওজন ১৯৪ গ্রাম। ডিভাইসটি তিনটি রঙে মার্কেটে উপলব্ধ - কোরাল গ্রিন, মেটালিক ব্লু, এবং মেটালিক পার্পেল।

Show Full Article
Next Story