Redmi A1+ মাত্র ৮ হাজার টাকার রেঞ্জে লঞ্চ হচ্ছে, থাকবে মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর

সম্প্রতি জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রেডমি (Redmi) ভারতে Redmi 11 Prime এবং Redmi 11 Prime 5G-এর পাশাপাশি সাশ্রয়ী...
Anwesha Nandi 7 Sept 2022 1:32 PM IST

সম্প্রতি জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রেডমি (Redmi) ভারতে Redmi 11 Prime এবং Redmi 11 Prime 5G-এর পাশাপাশি সাশ্রয়ী মূল্যের Redmi A1 হ্যান্ডসেটটিও উন্মোচন করেছে। ব্র্যান্ডের লেটেস্ট A-সিরিজের এন্ট্রি-লেভেল স্মার্টফোনের মধ্যে এটিই প্রথম ডিভাইস হিসেবে লঞ্চ করা হয়েছে। তবে, কোম্পানি শীঘ্রই A-সিরিজের আরও একটি নতুন হ্যান্ডসেট লঞ্চ করার পরিকল্পনা করছে বলে জানা গেছে, যা Redmi A1+ নামে বাজারে আত্মপ্রকাশ করতে পারে। ফোনটিকে ইতিমধ্যে বিভিন্ন সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত করা হয়েছে। আর এখন আবার, Redmi A1+-কে গুগল প্লে কনসোল (Google Play Console) ওয়েবসাইটেও খুঁজে পাওয়া গেছে, যা এর কিছু মূল স্পেসিফিকেশনের ইঙ্গিত দিয়েছে। তাহলে চলুন এগুলি দেখে নেওয়া যাক।

Redmi A1+-কে দেখা গেল Google Play Console-এর ডেটাবেসে

মাইস্মার্টপ্রাইস (MySmartPrice)-এর একটি নতুন রিপোর্ট অনুযায়ী, রেডমি এ১প্লাস ফোনটি গুগল প্লে কনসোল ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে। এই তালিকাটি থেকে জানা গেছে যে, এটি MT6761 মডেল নম্বর যুক্ত একটি মিডিয়াটেক প্রসেসর দ্বারা চালিত হবে, যা আসলে মিডিয়াটেক হেলিও এ২২ চিপসেটটির মডেল নম্বর। এই প্রসেসরটি ২ জিবি র‍্যাম এবং পাওয়ারভিআর জিই৮৩০০ (PowerVR GE8300) জিপিইউ-এর সাথে যুক্ত থাকবে বলেও জানা গেছে।

এছাড়াও তালিকা অনুযায়ী, রেডমি এ১প্লাস-এ ওয়াটার-ড্রপ নচ ডিসপ্লে থাকবে, যা ৭২০x১,৬০০ পিক্সেলের এইচডি+ রেজোলিউশন অফার করবে। এই নতুন এন্ট্রি লেভেলের ফোনটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে চলবে এবং এটি কোনও সফটওয়্যার স্কিন ছাড়াই ক্লিন স্টক অ্যান্ড্রয়েডে রান করবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, Redmi A1+ যেহেতু একটি এন্ট্রি-লেভেল স্মার্টফোন হিসাবে লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে, তাই এর দাম সম্ভবত ৮,০০০ টাকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আশা করা হচ্ছে, এতে সদ্য লঞ্চ হওয়া Redmi A1-এর মতোই ডিজাইন দেখা যাবে। যদিও, রেডমি এখনও এই হ্যান্ডসেটটির সম্পর্কে কোনো তথ্য নিশ্চিত করেনি, তবে তারা শীঘ্রই Redmi A1+-এর বিষয়ে ঘোষণা করবে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, Redmi A1 গতকাল (৬ সেপ্টেম্বর) ভারতে আত্মপ্রকাশ করেছে। এতে ৬.৫২ ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে। ডিভাইসটি এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ইএমএমসি ৫.১ স্টোরেজ সহ মিডিয়াটেক হেলিও এ২২ চিপসেট দ্বারা চালিত। ফটোগ্রাফির জন্য, এতে ৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সিস্টেম রয়েছে৷ আর সেলফি এবং ভিডিও কলের জন্য, Redmi A1-এর সামনে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। ভারতের বাজারে এই ফোনটির দাম রাখা হয়েছে মাত্র ৬,৪৯৯ টাকা।

Show Full Article
Next Story