Redmi A1+ লেদার ফিনিশ সহ ভারতে লঞ্চ হল, দাম মাত্র ৬৯৯৯ টাকা, রয়েছে ৫০০০ mAh ব্যাটারি

শাওমি (Xiaomi) কিছুদিন আগেই নিশ্চিত করেছিল যে, তারা ভারতে একটি নতুন বাজেট রেঞ্জের স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। আর আজ (১৪ অক্টোবর) সংস্থার লেটেস্ট বাজেট…

শাওমি (Xiaomi) কিছুদিন আগেই নিশ্চিত করেছিল যে, তারা ভারতে একটি নতুন বাজেট রেঞ্জের স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। আর আজ (১৪ অক্টোবর) সংস্থার লেটেস্ট বাজেট অফার হিসেবে নয়া Redmi A1+ হ্যান্ডসেটটি আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয়েছে। এই সাশ্রয়ী মূল্যের হ্যান্ডসেটে এইচডি+ এলসিডি ডিসপ্লে এবং MediaTek Helio A22 প্রসেসর রয়েছে। আবার, এটি ৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ডুয়েল ক্যামেরা সেটআপ এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করে। আসুন Redmi A1+-এর মূল্য, ফিচার এবং সকল স্পেসিফিকেশনগুলি দেখে নেওয়া যাক।

ভারতে রেডমি এ১প্লাস-এর দাম ও লভ্যতা – Redmi A1+ Price in India and Availability

ভারতীয় বাজারে রেডমি এ১প্লাস-এর ২ জিবি র‍্যাম + ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম রাখা হয়েছে ৬,৯৯৯ টাকা। আবার ফোনটির উচ্চতর ৩ জিবি র‍্যাম + ৩২ জিবি স্টোরেজ মডেলের মূল্য ৭,৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। হ্যান্ডসেটটি গ্রীন, ব্লু এবং ব্ল্যাক কালার অপশনে বাজারে এসেছে এবং ভারতে আগামী ১৭ অক্টোবর, বেলা ১২টা থেকে ডিভাইসটির সেল শুরু হবে। রেডমি এ১প্লাস সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট (Mi.com), এমআই হোম স্টোরস (Mi Home Stores) এবং ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন (Amazon)-এর পাশাপাশি অন্যান্য রিটেলার পার্টনারদের মাধ্যমে কেনার জন্য উপলব্ধ হবে।

রেডমি এ১প্লাস-এর স্পেসিফিকেশন এবং ফিচার – Redmi A1+ Specifications and Features

নবাগত রেডমি এ১প্লাস-এ ওয়াটারড্রপ নচ সহ ৬.৫২ ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে, যা ২০:৯ অ্যাসপেক্ট রেশিও, ৬০ হার্টজ রিফ্রেশ রেট, এইচডি+ রেজোলিউশন অফার করে। ডিভাইসটি মিডিয়াটেক হেলিও এ২২ দ্বারা চালিত, যার সাথে ৩ জিবি পর্যন্ত র‍্যাম এবং ৩২ জিবি ইন-বিল্ট স্টোরেজ যুক্ত রয়েছে। আবার, মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ সম্প্রসারণ করাও সম্ভব। রেডমি এ১প্লাস অ্যান্ড্রয়েড ১২-এর গো এডিশনে রান করে।

ফটোগ্রাফির জন্য, Redmi A1+-এর ব্যাক প্যানেলের ওপরের বাম কোণায় অবস্থিত ডুয়েল ক্যামেরা মডিউলের মধ্যে একটি এলইডি ফ্ল্যাশের পাশাপাশি ৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর অন্তর্ভুক্ত রয়েছে। আর ফোনের সামনে একটি ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Redmi A1+ বড় আকারের ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করে, যা স্ট্যান্ডার্ড ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে। এছাড়া নিরাপত্তার জন্য, এই নতুন রেডমি ফোনে একটি রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে। উল্লেখযোগ্যভাবে, Redmi A1+-এর রিয়ার প্যানেলটি প্রিমিয়াম অনুভূতি যোগ করতে একটি লেদার টেক্সচার ফিনিশ অফার করে।