Redmi A1+ মাত্র ৭ হাজার টাকায় লঞ্চ হল, রয়েছে ৫০০০ mAh ব্যাটারি ও ডুয়েল রিয়ার ক্যামেরা

শাওমি (Xiaomi)-এর জনপ্রিয় সাব-ব্র্যান্ড রেডমি গত মাসে ভারতের বাজারে তাদের সাশ্রয়ী মূল্যের Redmi A1 হ্যান্ডসেটটি...
Ananya Sarkar 5 Oct 2022 2:00 PM IST

শাওমি (Xiaomi)-এর জনপ্রিয় সাব-ব্র্যান্ড রেডমি গত মাসে ভারতের বাজারে তাদের সাশ্রয়ী মূল্যের Redmi A1 হ্যান্ডসেটটি উন্মোচন করেছে। এটি ছিল ২০১৯ সালে লঞ্চ হওয়া Redmi Go-এর পর Android Go সংস্করণে রান করা কোম্পানির দ্বিতীয় স্মার্টফোন। বিগত কয়েক সপ্তাহ ধরে, Redmi A1-এর আসন্ন Plus ভ্যারিয়েন্টটির প্রসঙ্গ একাধিক রিপোর্টে উঠে এসেছে। আর এখন Redmi A1+ কেনিয়ার মার্কেটে একপ্রকার লঞ্চই হয়ে গিয়েছে। যদিও শাওমি-এর কেনিয়া শাখার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডলগুলি আগামী ৭ অক্টোবর-কে এই হ্যান্ডসেটটির আগমনের তারিখ হিসেবে নিশ্চিত করেছে৷ তবে, ফোনটি ইতিমধ্যেই জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্ম জুমিয়া (Jumia)-এ বিক্রির জন্য উপলব্ধ হয়েছে৷ সাইটের তালিকাটি Redmi A1+-এর মূল্যের বিবরণ সহ সকল স্পেসিফিকেশনগুলি প্রকাশ করেছে। চলুন তাহলে এগুলি দেখে নেওয়া যাক।

রেডমি এ১ প্লাস-এর মূল্য এবং লভ্যতা - Redmi A1+ Price and Availability

কেনিয়াতে রেডমি এ১ প্লাস-এর একমাত্র ৩ জিবি র‍্যাম + ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১০,৩৪৫ কেনিয়ান শিলিং (প্রায় ৭,০০০ টাকা)। এটি ব্ল্যাক, ব্লু এবং গ্রীন- এই তিনটি কালারে বাজারে এসেছে। তবে, জুমিয়াতে হ্যান্ডসেটটি ব্ল্যাক এবং ব্লু কালার ভ্যারিয়েন্টে বিক্রির জন্য উপলব্ধ রয়েছে। আশা করা হচ্ছে, রেডমি তাদের এই সাশ্রয়ী মূল্যের স্মার্টফোনটি আগামী দিনে অন্যান্য বাজারেও লঞ্চ করবে।

রেডমি এ১প্লাস-এর স্পেসিফিকেশন - Redmi A1+ Specifications

জুমিয়ার তালিকা অনুযায়ী, নয়া রেডমি এ১প্লাস ফোনটি স্ট্যান্ডার্ড রেডমি এ১ মডেলেরই অনুরূপ। একমাত্র পার্থক্য হল, প্লাস মডেলে রিয়ার-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি মিলবে, যা রেগুলার মডেলে নেই। এ১প্লাস-এ ১,৬০০ x ৭২০ পিক্সেলের এইচডি+ রেজোলিউশন সহ ৬.৫২ ইঞ্চির ডিসপ্লে রয়েছে, যার ওপরে সেলফি ক্যামেরার জন্য একটি ডিউ-ড্রপ নচ বর্তমান। ডিসপ্লেটি ২০:৯ অ্যাসপেক্ট রেশিও, ১২০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ৪০০ নিট পিক ব্রাইটনেস লেভেল এবং ৭০% এনটিএসই কালার গ্যামট সাপোর্ট করে। ডিভাইসটি ৩ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ৩২ জিবি ইএমএমসি ৫.১ স্টোরেজ সহ মিডিয়াটেক হেলিও এ২২ চিপসেট দ্বারা চালিত। এটি অ্যান্ড্রয়েড ১২-এর গো এডিশনে (Go Edition)-এ রান করে।

ফটোগ্রাফির জন্য, Redmi A1+-এর রিয়ার প্যানেলে ৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ০.৩ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর সমন্বিত ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। আর সেলফির জন্য, ফোনের সামনে একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপস্থিত রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Redmi A1+ ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ১০ ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে। এর কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে সামিল রয়েছে, ডুয়েল-সিম সাপোর্ট, ৪জি, সিঙ্গেল-ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৫.০, জিএনএসএস এবং একটি মাইক্রোইউএসবি পোর্ট। ডিভাইসটি অতিরিক্ত স্টোরেজের জন্য ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট এবং অডিওর জন্য, একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাকও অফার করে। সবশেষে, Redmi A1+-এর পরিমাপ ১৬৪.৯ x ৭৬.৫ x ৯.১ মিলিমিটার এবং ওজন ১৯২ গ্রাম।

Show Full Article
Next Story