Redmi A2: সবচেয়ে সস্তায় 64GB স্টোরেজ, রেডমির ধামাকা স্মার্টফোন নিয়ে বড় ঘোষণা
রেডমি গত মাসে ভারতে তাদের এন্ট্রি-লেভেলের ফোন হিসাবে Redmi A2 এবং Redmi A2+ লঞ্চ করেছে। স্ট্যান্ডার্ড Redmi A2 মডেলটি ২...রেডমি গত মাসে ভারতে তাদের এন্ট্রি-লেভেলের ফোন হিসাবে Redmi A2 এবং Redmi A2+ লঞ্চ করেছে। স্ট্যান্ডার্ড Redmi A2 মডেলটি ২ জিবি র্যাম + ৩২ জিবি স্টোরেজ, ২ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছিল। যদিও কোম্পানি দেশে হ্যান্ডসেটটির শুধুমাত্র বেস ২ জিবি + ৩২ জিবি এবং টপ-এন্ড ৪ জিবি + ৬৪ জিবি ভ্যারিয়েন্ট দুটি বিক্রি করছে। তবে Redmi A2-এর ২ জিবি + ৬৪ জিবি স্টোরেজ অপশনটি শীঘ্রই ভারতে কেনার জন্য উপলব্ধ হবে। আগামী ২০ জুলাই থেকে এই মডেলটির সেল শুরু হবে ভারতে। কোম্পানি এই ফোনে ২ বছরের ওয়ারেন্টিও দিলেও ৩১ জুলাইয়ের মধ্যে কিনলে তবেই অতিরিক্ত সুবিধা মিলবে। চলুন ফোনটি দাম ও সকল স্পেসিফিকেশনগুলির ওপর একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।
ভারতে Redmi A2-এর মূল্য এবং লভ্যতা
এই মুহূর্তে রেডমি এ২ ফোনটি ২ জিবি র্যাম+ ৩২ জিবি স্টোরেজ এবং টপ-এন্ড ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম যথাক্রমে ৬,২৯৯ এবং ৭,৯৯৯ টাকা। তবে এর মিড-টিয়ার ২ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি আগামী ২০ জুন থেকে ৬,৭৯৯ টাকা মূল্যে এমএই স্টোর এবং অ্যামাজন থেকে এক্সক্লুসিভলি কেনা যাবে। রেডমি এ২ সি গ্রিন, অ্যাকোয়া ব্লু এবং ক্লাসিক ব্ল্যাক-এর মতো তিনটি আকর্ষণীয় কালার অপশনে বেছে নেওয়া যাবে।
Redmi A2-এর স্পেসিফিকেশন এবং ফিচার
রেডমি এ২-তে ১,৬০০ × ৭২০ পিক্সেলের এইচডি+ রেজোলিউশন সহ ৬.৫২ ইঞ্চির ডিসপ্লে রয়েছে, যা ৪০০ নিট পিক ব্রাইটনেস, ১২০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং ওয়াটারড্রপ নচ অফার করে। ডিভাইসটি মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর দ্বারা চালিত, যা গ্রাফিক্সের জন্য আইএমজি জিই৮৩২০ জিপিইউ-এর সাথে যুক্ত রয়েছে। ফোনটিতে সর্বাধিক ৪ জিবি এলপিডিডিআর৪এক্স র্যাম, ৬৪ জিবি পর্যন্ত স্টোরেজ এবং অতিরিক্ত স্টোরেজ ডেডিকেটেড মাইক্রো-এসডি কার্ড স্লট মিলবে। রেডমি এ২ অ্যান্ড্রয়েড ১৩ (গো এডিশন) অপারেটিং সিস্টেমে রান করে। এতে এমআইইউআই ডায়ালার (MIUI Dialer) অ্যাপটিও রয়েছে।
ফটোগ্রাফির জন্য, Redmi A2-এর রিয়ার প্যানেলে ৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ এআই (AI) ডুয়েল ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Redmi A2 শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা স্ট্যান্ডার্ড ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে। ফোনটিতে ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক অন্তর্ভুক্ত রয়েছে এবং এর কানেক্টিভিটি অপশনে সামিল রয়েছে ডুয়েল-সিম, ৪জি নেটওয়ার্ক, ওয়াইফাই (২.৪ গিগাহার্টজ), ব্লুটুথ ৫.০, জিপিএস, গ্লোনাস।