সস্তায় Redmi A2 ও A2+ শীঘ্রই ভারতে আসছে, পেয়ে গেলে গুরুত্বপূর্ণ BIS সার্টিফিকেশন

গত বছর ভারতীয় বাজারে সবচেয়ে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন হিসেবে আত্মপ্রকাশ করেছিল Redmi A1 এবং A1+। আর এখন Xiaomi...
SUMAN 29 Jan 2023 11:24 PM IST

গত বছর ভারতীয় বাজারে সবচেয়ে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন হিসেবে আত্মপ্রকাশ করেছিল Redmi A1 এবং A1+। আর এখন Xiaomi অধীনস্ত ব্র্যান্ডটি আলোচ্য স্মার্টফোন-দ্বয়ের উত্তরসূরি অর্থাৎ Redmi A2 সিরিজে ভারতে লঞ্চ করার পরিকল্পনা করছে৷ সম্প্রতি Redmi A2 লাইনআপের দুটি নতুন মডেল 'ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস' বা BIS সার্টিফিকেশন সাইট থেকে ছাড়পত্র পেয়েছে।

টিপস্টার মুকুল শর্মা (Mukul Sharma) প্রথম BIS ওয়েবসাইটে দুটি নতুন Redmi স্মার্টফোন স্পট করেছেন৷ তার দাবি, এই ডিভাইসগুলি সম্ভবত Redmi A2 এবং Redmi A2+ নামে বাজারে আসবে। আসন্ন মডেল-দ্বয়ের নাম সম্পর্কে ধারণা পাওয়া গেলেও, উক্ত ওয়েবসাইটে ফোন দুটির স্পেসিফিকেশন সম্পর্কিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে যেহেতু Redmi A2 সিরিজের হ্যান্ডসেট দুটি ইতিমধ্যেই BIS সাইটে উপস্থিত হয়েছে, সেহেতু আমাদের অনুমান এগুলির ভারতে লঞ্চ আসন্ন৷

Redmi A2 ও A2+ স্মার্টফোন BIS থেকে ছাড়পত্র পেল

আপকামিং রেডমি এ২ এবং এ২+ উভয় স্মার্টফোনই এক বা দুই মাসের মধ্যে এদেশের বাজারে আত্মপ্রকাশ করতে পারে। সত্বর লঞ্চ সম্পর্কে আমরা নিশ্চিত হলেও, ফিচার নিয়ে ধোঁয়াশায় আছি। কেননা BIS সাইটে ডিভাইসগুলির স্পেসিফিকেশন উল্লেখ নেই। আবার রেডমি নিজেও তাদের এই আসন্ন ডিভাইসগুলি সম্পর্কে কোনো উচ্চবাচ্য করেনি। এক্ষেত্রে আমাদের অনুমান, উত্তরসূরি মডেল দুটির কিছু ফিচার পূর্বসূরির অনুরূপ হতে পারে।

প্রসঙ্গত, বিদ্যমান রেডমি এ১ ফোনে - ৬.৫২-ইঞ্চির এইচডি প্লাস (১৬০০x৭২০ পিক্সেল) LCD ডিউ-ড্রপ নচ ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর, ডুয়াল ক্যামেরা সেটআপ (৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ২ মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স), ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং ১০ ওয়াট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে। আর এটি নেয়ার-স্টক অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করে।

অন্যদিকে, হাই-এন্ড রেডমি এ১+ মডেলে ওয়াটারড্রপ নচ স্টাইলের ৬.৫২-ইঞ্চি এইচডি প্লাস LCD ডিসপ্লে রয়েছে, যা ২০:৯ অ্যাসপেক্ট রেশিও এবং ৬০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। এছাড়া ডিভাইসটি - মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর, ৩ জিবি পর্যন্ত র‍্যাম, ৩২ জিবি ইন-বিল্ট স্টোরেজ, অ্যান্ড্রয়েড ১২ গো এডিশন অপারেটিং সিস্টেম, ডুয়েল রিয়ার ক্যামেরা সেটাআপ (৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ২ মেগাপিক্সেল ডেপ্থ শুটার), ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, এবং স্ট্যান্ডার্ড ১০ ওয়াট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। এছাড়া নিরাপত্তার জন্য এই রেডমি ফোনে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে।

Show Full Article
Next Story