Redmi সস্তায় ফের একজোড়া আকর্ষণীয় ফোন লঞ্চ করবে, স্পেসিফিকেশন কেমন হবে?
গত বছর সেপ্টেম্বর মাসে বিশ্বের বিভিন্ন বাজারে লঞ্চ হওয়া সাশ্রয়ী মূল্যের Redmi A1 সিরিজের স্মার্টফোনগুলি ক্রেতাদের কাছ...গত বছর সেপ্টেম্বর মাসে বিশ্বের বিভিন্ন বাজারে লঞ্চ হওয়া সাশ্রয়ী মূল্যের Redmi A1 সিরিজের স্মার্টফোনগুলি ক্রেতাদের কাছ থেকে ব্যাপক সাফল্য অর্জন করেছে। রেডমি বর্তমানে এর উত্তরসূরি হিসেবে Redmi A2 লাইনআপটি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। সিরিজের স্ট্যান্ডার্ড মডেলটি ইতিমধ্যেই থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন (NBTC) এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)-এর মতো সার্টিফিকেশন ডেটাবেসে উপস্থিত হয়েছে এবং বেশ কিছু রিপোর্টের মাধ্যমে এর স্পেসিফিকেশন, ডিজাইন এবং ইউরোপীয় মূল্যও ফাঁস হয়েছে। আর এখন A-সিরিজে অন্তর্ভুক্ত Redmi A2 এবং Redmi A2+ মডেল দুটিই টিইউভি (TUV) সার্টিফিকেশন সাইটের অনুমোদন লাভ করেছে। আসুন তাহলে জেনে নেওয়া যাক এই সার্টিফিকেশনটি Redmi A2 সিরিজ সম্পর্কে কি কি তথ্য প্রকাশ্যে আনলো।
Redmi A2 এবং Redmi A2+ কে দেখা গেল TUV সার্টিফিকেশন ডেটাবেসে
23028RN4DG মডেল নম্বর সহ রেডমি এ২ এবং রেডমি এ২+ ফোনটি 23028RNCAG মডেল নম্বরের সাথে টিইউভি (TUV) সার্টিফিকেশন ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে। যদিও, এই তালিকায় হ্যান্ডসেটগুলি সম্পর্কে কোনও অতিরিক্ত বিবরণ প্রকাশ করা হয়নি। তবে ইতিমধ্যেই রেডমি এ২-এর মূল স্পেসিফিকেশনগুলি অনলাইনে ফাঁস হয়েছে, আসুন তাহলে এগুলি দেখে নেওয়া যাক।
Redmi A2 এর সম্ভাব্য স্পেসিফিকেশন
রেডমি এ২-তে ৬.৫২ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে থাকবে, যা ১,৬০০ x ৭২০ পিক্সেলের এইচডি+ রেজোলিউশন প্রদান করবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটি মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর দ্বারা চালিত হবে। এটি ১২ ন্যানোমিটার প্রক্রিয়ায় নির্মিত একটি অক্টা-কোর চিপসেট, যার সর্বোচ্চ ক্লক স্পিড ২.২ গিগাহার্টজ। রেডমি এ২ সম্ভবত ২ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজের সাথে আসবে। আবার, মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এর স্টোরেজ ক্ষমতা ৫১২ জিবি পর্যন্ত প্রসারিত করা যাবে। এই এন্ট্রি লেভেল ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩-এর গো এডিশনে রান করবে।
ফটোগ্রাফির জন্য, Redmi A2-এর রিয়ার প্যানেলে ৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দ্বারা গঠিত ডুয়েল ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে। আর সেলফি এবং ভিডিও কলের জন্য, ফোনের সামনে একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Redmi A2 বিশাল ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে যা ইউরোপে ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে।
এছাড়াও, নতুন এই সাশ্রয়ী মূল্যের রেডমি ফোনটিতে সিঙ্গেল স্পিকার সেটআপ এবং একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক পাওয়া যাবে। তবে, এতে কোনও রিয়ার-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে না বলেই জানা গেছে, যা ইঙ্গিত করে যে এই ফিচারটি Redmi A2+ মডেলের জন্য এক্সক্লুসিভ হবে। তবে, রেগুলার Redmi A2 নিরবিচ্ছিন্ন সংযোগের জন্য ডুয়েল সিম সাপোর্ট, ব্লুটুথ ৫.০ এবং ২.৪ গিগাহার্টজ ওয়াইফাই অফার করবে।