Redmi A2: আম আদমির জন্য জলের দরে ফোন আনছে রেডমি, যে কোনও সময়ে লঞ্চ
গত সেপ্টেম্বর মাসে মার্কেটে আসা সাশ্রয়ী মূল্যের Redmi A1-এর উত্তরসূরি মডেল বিশ্ববাজারে লঞ্চ করার পরিকল্পনা করছে রেডমি।...গত সেপ্টেম্বর মাসে মার্কেটে আসা সাশ্রয়ী মূল্যের Redmi A1-এর উত্তরসূরি মডেল বিশ্ববাজারে লঞ্চ করার পরিকল্পনা করছে রেডমি। এই স্মার্টফোনটির নাম Redmi A2 এবং সম্প্রতি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) ওয়েবসাইটে দেখা গেছে একে, যা ভারতীয় বাজারে হ্যান্ডসেটটির আগমনের ইঙ্গিত দিচ্ছে। হালে এই এন্ট্রি-লেভেল রেডমি ফোনটির ডিজাইন, স্পেসিফিকেশন এবং ইউরোপীয় মূল্য প্রকাশ হয়েছে। আর এখন, Redmi A2 থাইল্যান্ডের এনবিটিসি (NBTC) ডেটাবেসেও উপস্থিত হয়েছে এবং এই সার্টিফিকেশন তালিকাটি আপকামিং ডিভাইসটির সম্পর্কে কিছু তথ্য প্রকাশ করেছে। আসুন তাহলে এসম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
Redmi A2 পেল NBTC-এর অনুমোদন
23028RN4DG মডেল নম্বর সহ রেডমি এ২ ফোনটি থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন (NBTC) সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হয়েছে। তবে, বাণিজ্যিক নাম ও মডেল নম্বর ছাড়া এই তালিকায় ডিভাইসটি সম্পর্কে অন্য কোনও তথ্য প্রকাশ করা হয়নি। তবে, বেশ কিছু সাম্প্রতিক রিপোর্টের মাধ্যমে রেডমি এ২-এর প্রায় সমস্ত স্পেসিফিকেশনই প্রকাশ্যে এসেছে। আসুন তাহলে এগুলি দেখে নেওয়া যাক।
Redmi A2-এর সম্ভাব্য স্পেসিফিকেশন
উপলব্ধ তথ্য অনুযায়ী, রেডমি এ২ এইচডি+ (১,৬০০ x ৭২০ পিক্সেল) রেজোলিউশন সহ ৬.৫২ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে সহ আসবে৷ এতে একটি ওয়াটার-ড্রপ-আকৃতির নচ দেখা যাবে, যার মধ্যে ফ্রন্ট ক্যামেরাটি অবস্থান করবে। ডিভাইসটি মিডিয়াটেকের হেলিও জি৩৬ অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত হবে, যা একটি ১২ ন্যানোমিটার প্রক্রিয়ায় নির্মিত।
চিপসেটটির সর্বোচ্চ ক্লক স্পিড ২.২ গিগাহার্টজ এবং এর সাথে ২ জিবি র্যাম ও ৩২ জিবি ইন-বিল্ট স্টোরেজ যুক্ত থাকবে বলে জানা গেছে। তবে, ব্যবহারকারীরা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে রেডমি এ২-এর স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত প্রসারিত করতে পারবেন।
ফটোগ্রাফির জন্য, Redmi A2-এর রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে ৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর উপস্থিত থাকবে। আর সেলফি তোলা এবং ভিডিও কল করার জন্য, ফোনের সামনে একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যেতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য, Redmi A2 শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারি দ্বারা চালিত হবে, যা ইউরোপে ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে।
এছাড়াও, Redmi A2 একটি স্পিকার এবং একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক সহ আসবে। এটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ওএস-এর গো এডিশন-এ রান করবে। আর এই এন্ট্রি লেভেলের রেডমি ফোনটির কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে একটি ডুয়েল-সিম স্লট, ব্লুটুথ ৫.০ এবং ২.৪ গিগাহার্টজ ওয়াইফাই অন্তর্ভুক্ত থাকবে।