Redmi A2, Redmi A2+ কম দামে পাওয়ারফুল ব্যাটারি সহ লঞ্চ হল, রয়েছে ডুয়েল ক্যামেরা

Redmi সম্প্রতি গ্লোবাল মার্কেটে তাদের দুটি বাজেট ফোন লঞ্চ করেছে, যাদের নাম Redmi A2 ও Redmi A2 Plus (+)। এই দুই ডিভাইসে...
Julai Modal 27 March 2023 9:55 AM IST

Redmi সম্প্রতি গ্লোবাল মার্কেটে তাদের দুটি বাজেট ফোন লঞ্চ করেছে, যাদের নাম Redmi A2 ও Redmi A2 Plus (+)। এই দুই ডিভাইসে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি। আবার এগুলিতে পাওয়া যাবে এইচডি প্লাস ডিসপ্লে ও ডুয়েল রিয়ার ক্যামেরা। এছাড়া এদের ফিচারের মধ্যে অনেক মিল আছে। আসুন Redmi A2 ও Redmi A2 Plus এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Redmi A2 ও Redmi A2+ এর দাম ও লভ্যতা

রেডমি এ২ ও রেডমি এ২ প্লাস এর দাম এখনও জানা যায়নি। এমনকি কোম্পানির তরফে এদের সেলের তারিখ এখনও ঘোষণা করা হয়নি। তবে আমাদের অনুমান রেডমি এ২ এর দাম শুরু হতে পারে ৭,০০০ টাকা থেকে। আর ৮,০০০ বা ৯,০০০ টাকা থেকে কেনা যাবে রেডমি এ২ প্লাস।

Redmi A2 ও Redmi A2+ এর স্পেসিফিকেশন ও ফিচার

Redmi A2 ও Redmi A2+ ফোনে ৬.৫২ ইঞ্চি এইচডি প্লাস (১০৮০ x ৭২০ পিক্সেল) ডট ড্রচ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ৬০ হার্টজ রিফ্রেশ রেট ও ২০:৯ এসপেক্ট রেশিও সাপোর্ট করবে। এগুলিতে পাওয়া যাবে মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর, ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ আরও বাড়ানো যাবে।

ডিভাইস দুটি অ্যান্ড্রয়েড ১২ গো এডিশনে চলবে। ফটো ও ভিডিওগ্রাফির কথা বললে, এদের পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও কিউভিজিএ সেকেন্ডারি সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য Redmi A2 ও Redmi A2 Plus ফোনে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য এগুলিতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য Redmi A2 Plus ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। তবে বেস মডেলে ফেস আনলক ফিচার পাওয়া যাবে। এদের ওজন ১৯২ গ্রাম।

Show Full Article
Next Story