Redmi A3 Pro Bluetooth SIG

এবার বিশ্ব বাজারে আসছে রেডমি এ৩ প্রো স্মার্টফোন, বাজেটের মধ্যে ঝাক্কাস ফিচার

কেনিয়ায় পর এবার গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে রেডমি এ৩ প্রো (Redmi A3 Pro)। এটি একটি বাজেট ফোন হবে। আজ এই ডিভাইসটি...
Julai Mondal 30 Oct 2024 8:34 PM IST

কেনিয়ায় পর এবার গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে রেডমি এ৩ প্রো (Redmi A3 Pro)। এটি একটি বাজেট ফোন হবে। আজ এই ডিভাইসটি ব্লুটুথ এসআইজি ওয়েবসাইটে উপস্থিত হয়েছে। ফলে ভারত সহ বিভিন্ন দেশে এটি শীঘ্রই পা রাখবে। রেডমি এ৩ প্রো স্মার্টফোনে আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ, ৫১৬০ এমএএইচ ব্যাটারি ও ৮ জিবি ভার্চুয়াল র‌্যাম।

রেডমি এ৩ প্রো একাধিক দেশে লঞ্চ হতে চলেছে

ব্লুটুথ এসআইজি সার্টিফিকেশন সাইটে রেডমি এ৩ প্রো ডিভাইসটি 2409BRN2CG মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত হয়েছে। যদিও এখান থেকে ফোনটির কোনো স্পেসিফিকেশন সামনে আসেনি। তবে কেনিয়ায় লঞ্চ হওয়ার সুবাদে এর ফিচার আমাদের জানা। বৈশিষ্ট্যের নিরিখে এটি রেডমি ১৪সি ফোনের রিব্র্যান্ডেড ভার্সন।

রেডমি এ৩ প্রো: স্পেসিফিকেশন ও ফিচার

রেডমি এ৩ প্রো ডিভাইসের সামনে দেখা যাবে ৬.৮৮ ইঞ্চি ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এতে মিডিয়াটেক হেলিও জি৮১ প্রসেসর দেওয়া হয়েছে। কেনিয়ায় এটি ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যায়। আবার এতে ৮ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইপারওস কাস্টম স্কিনে চলে।

ফটোগ্রাফির জন্য এতে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। যার প্রাইমারি ক্যামেরার রেজোলিউশন ৫০ মেগাপিক্সেল। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,১৬০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য এতে ফেস আনলক ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এটি ব্ল ও ব্ল্যাক কালারে পাওয়া যায়।

Show Full Article
Next Story