Redmi A3X চুপিচুপি ভারতে লঞ্চ হল, ৭ হাজার টাকার কমে ডুয়েল ক্যামেরা সহ পাওয়ারফুল ব্যাটারি
রেডমি আজ একপ্রকার চুপিচুপি তাদের এবছরের সবচেয়ে সস্তা ফোন রেডমি এ৩এক্স ভারতে লঞ্চ করল। এই বাজেট ৪জি ফোনটি গত মাসে...রেডমি আজ একপ্রকার চুপিচুপি তাদের এবছরের সবচেয়ে সস্তা ফোন রেডমি এ৩এক্স ভারতে লঞ্চ করল। এই বাজেট ৪জি ফোনটি গত মাসে গ্লোবাল মার্কেটে এসেছিল। ই-কমার্স সাইট অ্যামাজন থেকে কেনা যাবে রেডমি এ৩এক্স। স্মার্টফোনটির দাম ৭,০০০ টাকার কম রাখা হয়েছে এবং এতে ৯০ হার্টজ ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি আছে। চলুন ফোনটির দাম এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।
রেডমি এ৩এক্স এর ভারতে দাম
অ্যামাজনের লিস্টিং অনুসারে, রেডমি এ৩এক্স এর ৩ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৬,৬৯৯ টাকা। আবার ফোনটি ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের সাথেও উপলব্ধ। তবে এর মূল্য জানা যায়নি। স্মার্টফোনটি স্টারি হোয়াইট, মিডনাইট ব্ল্যাক, ওশান গ্রিন এবং অলিভ গ্রিন কালারে পাওয়া যাবে।
তবে জানিয়ে রাখি, রেডমি এ৩এক্স এখনও অফিসিয়াল ওয়েবসাইটে তালিকাভুক্ত নেই।
রেডমি এ৩এক্স ফোনের স্পেসিফিকেশন ও ফিচার
রেডমি এ৩এক্স ফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং কর্নিং গরিলা গ্লাস সুরক্ষা সহ ৬.৭১-ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে আছে। পারফরম্যান্সের জন্য এতে মালি জি১এমপি৬০৩ জিপিইউ সহ ইউনিসোক টি৫৭ চিপসেট ব্যবহার করা হয়েছে। ডিভাইসটির স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। সফটওয়্যারের কথা বললে, রেডমি এ৩এক্স অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলবে। এটা দুটি মেজর ওএস আপগ্রেড এবং ৩ বছরের সিকিউরিটি প্যাচ পাবে।
ফটোগ্রাফির কথা বললে, এই সস্তা ফোনটির পিছনে ৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং কিউভিজিএ সেকেন্ডারি সেন্সর উপলব্ধ। সেলফির জন্য রয়েছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। রেডমি এ৩এক্স ফোনে আপনি একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ৩.৫মিমি অডিও জ্যাক এবং এফএম রেডিও সাপোর্ট পাবেন। এছাড়াও এই ফোনে ১০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।