সস্তা Redmi A3X ফোনের সেল শুরু, মাত্র 6,999 টাকায় তাগড়া ফিচার
ভারতে শুরু হল Redmi A3x বাজেটের স্মার্টফোনের সেল। চলতি বছরের শুরুতে রেডমি তাদের এই এন্ট্রি লেভেল ডিভাইসটি বিশ্ব বাজারে...ভারতে শুরু হল Redmi A3x বাজেটের স্মার্টফোনের সেল। চলতি বছরের শুরুতে রেডমি তাদের এই এন্ট্রি লেভেল ডিভাইসটি বিশ্ব বাজারে লঞ্চ করে। এরপর জুলাই মাসে, এটি কোনও আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই অ্যামাজনে ফোনটিকে তালিকাভুক্ত করা হয়। আর আজ এটি কেনার জন্য উপলব্ধ হয়েছে। Amazon ছাড়াও Mi.com থেকে কেনা যাবে Redmi A3x। আসুন এর দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Redmi A3x এর ভারতে দাম
রেডমি এ৩এক্স অফিসিয়াল সাইটে দুটি ভ্যারিয়েন্টে তালিকাভুক্ত - ৩ জিবি + ৬৪ জিবি এবং ৪ জিবি + ১২৮ জিবি। এরমধ্যে প্রথম ভ্যারিয়েন্টের দাম ৬,৯৯৯ টাকা এবং ৪ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ৭,৯৯৯ টাকা। তবে মনে রাখবেন এই ফোনের বেস মডেলটি অ্যামাজন থেকে কেনা যাবে। এটি মিডনাইট ব্ল্যাক, ওশান গ্রিন, অলিভ গ্রিন এবং স্টারি হোয়াইটের কালার অপশনে এসেছে।
রেডমি এ৩এক্স এর স্পেসিফিকেশন ও ফিচার
রেডমি এ৩এক্স ফোনের সামনে আছে ৬.৭ ইঞ্চি ওয়াটারড্রপ নচ ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই ডিসপ্লে এইচডি প্লাস (1650×720 পিক্সেল) রেজোলিউশন এবং ৫০০ নিটস ব্রাইটনেস অফার করে। এছাড়া ডিসপ্লের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস ৩।
পারফরম্যান্সের জন্য Redmi A3x ডিভাইসে ইউনিসোক টি৬৩০ প্রসেসর, এলপিডিডিআর৪এক্স র্যাম এবং ইএমএমসি ৫.১ স্টোরেজ দ্বারা পাবেন। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। আর এতে ৪ জিবি ভার্চুয়াল র্যাম সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য এতে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এআই ফেস আনলকের মতো ফিচার উপস্থিত।
সেলফির জন্য এতে রয়েছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আবার পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ বর্তমান, যার প্রাইমারি ক্যামেরা ৮ মেগাপিক্সেল। পাওয়ার ব্যাকআপের কথা বললে Redmi A3x ডিভাইসে ১০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। সংস্থাটি দাবি করেছে যে ফুল চার্জে এই ব্যাটারি ২৪ দিনের স্ট্যান্ডবাই টাইম, প্রায় ৩০ ঘন্টা কলিং টাইম এবং প্রায় ১৭ ঘন্টা ভিডিও প্লেব্যাক টাইম দেবে। চার্জিংয়ের জন্য এই ফোনে টাইপ-সি পোর্ট রয়েছে।