Redmi A4 5G ফোনে সাপোর্ট করবে না Airtel এর 5G পরিষেবা, কেনার আগে সাবধান হোন

নতুন Redmi A4 5G ফোনে ৫জি এনএসএ সমর্থন করে না। অর্থাৎ, এতে জিও-এর ৫জি নেটওয়ার্ক ব্যবহার করা যাবে কিন্তু এয়ারটেলের ৫জি সুবিধা মিলবে না‌।

Ankita Mondal 22 Nov 2024 1:00 PM IST

গতকাল ভারতে লঞ্চ হয়েছে Redmi A4 5G। এই ফোনের দাম শুরু হয়েছে মাত্র ৮,৪৯৯ টাকা থেকে। ফলে অনেকেই কম দামে দ্রুত 5G ইন্টারনেট ডেটা ব্যবহার করবেন বলে এই ডিভাইসটি কিনতে চাইবেন। তবে রিপোর্ট অনুযায়ী স্মার্টফোনটি সবার জন্য নয়। আসলে Airtel এর 5G সিম এতে ব্যবহার যাবে না বলে শোনা যাচ্ছে। কারণ এয়ারটেল ভারতে এনএসএ (নন-স্ট্যান্ডালোন আর্কিটেকচার) 5G পরিষেবা দিয়ে থাকে, যা এই ফোনে সমর্থন করবে না।

Redmi A4 5G ফোনে সাপোর্ট করবে না Airtel এর 5G সার্ভিস

ভারতী এয়ারটেল ভারতে নন-স্ট্যান্ডলোন আর্কিটেকচারের উপর ভিত্তি করে 5G পরিষেবা দিয়ে থাকে। অর্থাৎ এতে 4G আর্কিটেকচারের টেকনোলজি ব্যবহার করা হয়েছে। অন্যদিকে জিও ভারতে 5G SA (স্ট্যান্ডালোন) পরিষেবা চালু করেছে। এমন পরিস্থিতিতে স্মার্টফোন নির্মাতারা এখন তাদের ডিভাইসগুলিতে উভয় প্রযুক্তির সমর্থন দিয়ে থাকে। তবে কিছু পুরোনো ডিভাইস আছে যেগুলিতে ৫জি এসএ'র সাপোর্ট নেই। কিন্তু ভারতে ৫জি এনএসএ সাপোর্ট করে না এমন স্মার্টফোনের সংখ্যা বিরল। যদিও লেটেস্ট ফোন হওয়া সত্ত্বেও রেডমি এ৪ ৫জি এনএসএ সাপোর্ট ছাড়াই এসেছে, যা অবাক করার মতো বিষয়।

শাওমি ইন্ডিয়ার ওয়েবসাইট অনুযায়ী, নতুন রেডমি এ৪ ৫জি ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪এস জেন ২ প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং এতে ৫জি এনএসএ সমর্থন করে না। অর্থাৎ, এতে জিও-এর ৫জি নেটওয়ার্ক ব্যবহার করা যাবে কিন্তু এয়ারটেলের ৫জি সুবিধা মিলবে না‌।

Redmi A4 5G এর দাম ও স্পেসিফিকেশন

ভারতে রেডমি এ৪ ৫জি এর ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট এসেছে। এদের দাম যথাক্রমে ৮,৪৯৯ টাকা ও ৯,৪৯৯ টাকা। এই ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৬০০ নিটস ব্রাইটনেস সহ ৬.৮৮ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে।

ডিভাইসটি ৫,১৬০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ক্যমেরার কথা বললে রেডমি এ৪ ৫জি ডিভাইস ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ সহ এসেছে। এই ক্যামেরাগুলি হল এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। আর সামনে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

Show Full Article
Next Story