রেডমি এ৪ ৫জি ফোনের দাম শুরু ৮৪৯৯ টাকা থেকে, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ আছে খাস স্পেসিফিকেশন

শাওমি কিছুদিন আগে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ইভেন্টে রেডমি এ৪ ৫জি স্মার্টফোন লঞ্চ করেছিল। জানানো হয়েছিল এই ফোনের দাম রাখা...
Ankita Mondal 22 Oct 2024 1:38 PM IST

শাওমি কিছুদিন আগে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ইভেন্টে রেডমি এ৪ ৫জি স্মার্টফোন লঞ্চ করেছিল। জানানো হয়েছিল এই ফোনের দাম রাখা হয়েছে ১০,০০০ টাকার কম। যদিও এর সমস্ত স্পেসিফিকেশন প্রকাশ করা হয়নি। তবে আজ রেডমি এ৪ ৫জি ডিভাইসের এখন সমস্ত বৈশিষ্ট্য সামনে এনেছে টেক ওয়েবসাইট, স্মার্টপ্রিক্স। এতে এইচডি প্লাস ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৪এস জেন ২ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। পাশাপাশি তারা রেডমি এ৪ ৫জি স্মার্টফোনের স্টোরেজ ভ্যারিয়েন্ট অনুযায়ী মূল্য ফাঁস করেছে।

রেডমি এ৪ ৫জি ভারতে দাম | Redmi A4 5G Price in India

ভারতে রেডমি এ৪ ৫জি ফোনের ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৮,৪৯৯ টাকা। এই মূল্যে লঞ্চ অফার অন্তর্ভুক্ত আছে। অর্থাৎ বলার অপেক্ষা রাখে না যে, রেডমি ফিচার ফোন ব্যবহারকারীদের স্মার্টফোন ব্যবহারের স্বাদ দিতে রেডমি এ৪ ৫জি লঞ্চ করেছে। ডিভাইসটির পূর্বসূরি অর্থাৎ রেডমি এ৪ ৪জি এর ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছিল ৮,২৯৯ টাকা। অর্থাৎ রেডমি এ৪ ৫জি এর দাম মাত্র ২০০ টাকা বাড়ানো হয়েছে। রিপোর্টে বলা হয়েছে সবচেয়ে সস্তা এই রেডমি ফোনের সেল শুরু হবে নভেম্বর মাস থেকে।

রেডমি এ৪ ৫জি স্পেসিফিকেশন ও ফিচার

রেডমি এ৪ ৫জি স্মার্টফোনে ৬.৭ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। সাধারণ এই রেঞ্জের ডিভাইসগুলিতে ৬০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকে। আর পারফরম্যান্সের জন্য এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪এস জেন ২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই প্রসেসর ৪এনএম প্রসেসে নির্মিত। রেডমির এই ৫জি হ্যান্ডসেটে প্রথমবার এই প্রসেসর ব্যবহার করা হয়েছে। কোয়ালকমের তরফে বলা হয়েছে যে, বাজেট ৫জি ফোন ক্রেতাদের কথা ভেবে এই প্রসেসর ডিজাইন করা হয়েছে, যা স্মুথ পারফরম্যান্স দেবে।

ফটোগ্রাফির জন্য রেডমি এ৪ ৫জি হ্যান্ডসেটে এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা উপস্থিত। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইপারওএস ১.০ কাস্টম স্কিনে চলবে। এই কাস্টম স্কিনও সহজ ইন্টারফেস সহ ভালো পারফরম্যান্স অফার করবে। ব্যাটারির কথা বললে, রেডমি এ৪ ৫জি ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। চার্জিংয়ের জন্য এই স্মার্টফোনে ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে।

Show Full Article
Next Story