সবচেয়ে বেশি ডিসকাউন্টে 5G Xiaomi Redmi ফোন, 64MP ক্যামেরার সাথে রয়েছে 144Hz ডিসপ্লে
Xiaomi এই বছর মিড রেঞ্জে লঞ্চ করেছিল Redmi K50i 5G। সম্প্রতি এই ফোনের দাম ২,০০০ টাকা কমানো হয়েছে। তবে ই-কমার্স সাইট...Xiaomi এই বছর মিড রেঞ্জে লঞ্চ করেছিল Redmi K50i 5G। সম্প্রতি এই ফোনের দাম ২,০০০ টাকা কমানো হয়েছে। তবে ই-কমার্স সাইট Amazon এখন ডিভাইসটি এখন আরও সস্তায় কেনার সুযোগ দিচ্ছে। প্রায় ১১,০০০ টাকা পর্যন্ত কম দামে Redmi K50i পাওয়া যাচ্ছে। এই ফোনে রয়েছে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা সহ মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ প্রসেসর।
কম দামে Redmi K50i কেনার বিরাট সুযোগ
রেডমি কে৫০আই ফোনের ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি ৩১,৯৯৯ টাকা। তবে ২৫ শতাংশ ডিসকাউন্টে এটি এখন ২৩,৯৯৯ টাকায় অ্যামাজনে তালিকাভুক্ত। এছাড়া AU Small Finance, CITI, HSBC ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা পাবেন ১০ শতাংশ অতিরিক্ত ছাড়।
ব্যাঙ্ক ডিসকাউন্টের পর রেডমি কে৫০আই ২০,৯৯৯ টাকায় কেনা যাবে। শুধু তাই নয়, পুরানো ফোন বদল করে এটি কিনলে ১৩,৯৯৯ টাকা পর্যন্ত পাওয়া যাবে। অর্থাৎ, 5G ডিভাইসটি কিনতে ১০ হাজার টাকার কমে পকেটস্থ করা যাবে।
Redmi K50i এর বিশেষত্ব
Redmi K50i ফোনে ৫,০৮০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ডুয়েল সিমের হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ কাস্টম স্কিন পাওয়া যাবে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ অক্টা-কোর প্রসেসর। এটি ধুলো এবং জল প্রতিরোধের জন্য IP53 রেটিং সহ এসেছে।
Redmi K50i ফোনের সামনে দেখা যাবে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪৬০পিক্সেল) LCD ডিসপ্লে, যা ১৪৪ হার্টজ সাত-স্তরীয় রিফ্রেশ রেট, ২৭০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ২০.৫:৯ এসপেক্ট রেশিও সাপোর্ট করবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ডিভাইসের সামনে এফ/২.৪৫ অ্যাপারচার সহ ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
আবার পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত। এই ক্যামেরাগুলি হল – ৬পি লেন্স যুক্ত ৬৪ মেগাপিক্সেল স্যামসাং আইএসওসেল জিডব্লিউ১ প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর।