Redmi K60 সুপারফাস্ট চার্জিং ফিচার-সহ এন্ট্রি নেবে, জানুয়ারি মাসেই লঞ্চ হয়ে যেতে পারে

গত কয়েকমাস ধরেই রেডমি তাদের আসন্ন K-সিরিজের হ্যান্ডসেটগুলি বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। পরবর্তী প্রজন্মের Redmi K60 লাইনআপের ওপর থেকে শীঘ্রই পর্দা সরানো হবে বলে…

গত কয়েকমাস ধরেই রেডমি তাদের আসন্ন K-সিরিজের হ্যান্ডসেটগুলি বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। পরবর্তী প্রজন্মের Redmi K60 লাইনআপের ওপর থেকে শীঘ্রই পর্দা সরানো হবে বলে আশা করা হচ্ছে। এই সিরিজের মধ্যে তিনটি মডেল অন্তর্ভুক্ত রয়েছে- Redmi K60, K60 Pro 5G এবং K60 Gaming Edition। সংস্থার তরফ থেকে এখনও K60 সিরিজের লঞ্চ টাইমলাইন নিশ্চিত করা হয়নি। শোনা যাচ্ছে, K60 সিরিজটি ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে লঞ্চ হতে চলেছে৷ নতুন ফ্ল্যাগশিপ সিরিজ সম্পর্কে আনুষ্ঠানিক বিবরণ সামনে আসার আগেই, এখন স্ট্যান্ডার্ড Redmi K60-কে চীনের 3C (CCC) সাইটে স্পট করে গেছে। সাইটের তালিকাটি ফোনের ফাস্ট চার্জিং সাপোর্টের বিবরণ প্রকাশ করেছে। আসুন সার্টিফিকেশন সাইট থেকে কি কি তথ্য উঠে এল, জেনে নেওয়া যাক।

Redmi K60-কে দেখা গেল 3C-এর ডেটাবেসে

নতুন রেডমি কে৬০ মডেলটি হবে কোম্পানির এন্ট্রি-লেভেল ফ্ল্যাগশিপ অফার। এটি চায়না টেলিকম সার্টিফিকেশন (3C) ওয়েবসাইটে 23013RK75C মডেল নম্বর সহ তালিকাভুক্ত হয়েছে। ৩সি তালিকা অনুসারে, ফোনটি ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। তবে, যা গত বছরের স্ট্যান্ডার্ড মডেলের মতোই।

প্রসঙ্গত, সাম্প্রতিক একটি রিপোর্টে প্রকাশ করা হয়েছে যে, ফোনটি একটি বড় ব্যাটারির সাথে আসবে। জনপ্রিয় চীনা টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন সম্প্রতি জনিয়েছেন যে, কে৬০ মডেলটি ৫,৫০০ এমএএইচ ব্যাটারি অফার করবে। টিপস্টার আরও জানিয়েছেন যে, ফোনটি ৩০ ওয়াট ওয়্যারলেস চার্জিং এবং ৬৭ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

এছাড়াও, এই নতুন রেডমি হ্যান্ডসেটে ডাইমেনসিটি ৮২০০ নামে একটি নতুন মিডিয়াটেক প্রসেসর ব্যবহার করা হবে বলে জানা গেছে। ডাইমেনসিটি ৯০০০ চিপসেটে থাকা একই কর্টেক্স-এক্স২ (Cortex-X2) প্রাইম কোরটি এই প্রসেসরেই রয়েছে। এতে কমপক্ষে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন-বিল্ট স্টোরেজ পাওয়া যাবে। Redmi K60-এ ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট সহ ৬.৬৭ ইঞ্চির কিউএইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকতে পারে।

উল্লেখ্য, ডিজিট্যাল চ্যাট স্টেশন দাবি করেছে যে, ফোনটির ব্যাক প্যানেলে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে। প্রধান ক্যামেরাটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট করবে। অন্যান্য মডেলগুলিতে ৬৪ মেগাপিক্সেলের এবং ৫০ মেগাপিক্সেলের ট্রিপল-ক্যামেরা সেটআপ থাকতে পারে৷ রেডমি খুব শীঘ্রই এই সিরিজটির সম্পর্কে আনুষ্ঠানিকভাবে তথ্য প্রকাশ করবে আশা করা হচ্ছে।