শাওমির নতুন ফোন Redmi K60 কেমন দেখতে হবে? লঞ্চের আগেই ছবি প্রকাশ
রেডমি (Redmi) সম্প্রতি চীনে তাদের লেটেস্ট Redmi Note 12 সিরিজ লঞ্চ করেছে। আর বর্তমানে ব্র্যান্ডটি চলতি বছর শেষ হওয়ার...রেডমি (Redmi) সম্প্রতি চীনে তাদের লেটেস্ট Redmi Note 12 সিরিজ লঞ্চ করেছে। আর বর্তমানে ব্র্যান্ডটি চলতি বছর শেষ হওয়ার আগেই চীনা বাজারের জন্য পরবর্তী প্রজন্মের Redmi K60 সিরিজে অন্তর্ভুক্ত একটি নতুন হ্যান্ডসেট লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আপকামিং K60-এর একটি কনসেপ্ট রেন্ডার এখন অনলাইনে ফাঁস হয়েছে, যা প্রকাশ করেছে যে এতে Redmi K50 সিরিজের তুলনায় ভিন্ন রিয়ার ডিজাইন দেখা যাবে। আসুন তাহলে এই রেন্ডার থেকে নয়া রেডমি ফোনটির সম্পর্কে কি কি তথ্য সামনে এল, জেনে নেওয়া যাক।
প্রকাশ্যে এল Redmi K60-এর কনসেপ্ট রেন্ডার
সদ্য ফাঁস হওয়া রেন্ডারটি নতুন রেডমি কে৬০ সিরিজের স্মার্টফোনটির ফ্রন্ট এবং রিয়ার উভয় প্যানেলের ডিজাইনটি প্রদর্শন করেছে। রেন্ডার অনুযায়ী, এতে একটি পাঞ্চ-হোল কাটআউট সহ একটি ফ্ল্যাট ডিসপ্লে থাকবে। এই ফোনটির ডিসপ্লের চারধারের বেজেলগুলি কিছুটা স্থূল, যা উচ্চ মূল্যের স্মার্টফোনের থেকে প্রত্যাশিত নয়।
এছাড়া, ডিভাইসটির ডান প্রান্তে ভলিউম রকার এবং পাওয়ার বাটনটি অবস্থান করবে। নিরাপত্তার জন্য, পাওয়ার বাটনেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি এম্বেড করা থাকবে বলে মনে করা হচ্ছে। ফোনটির পিছনে কার্ভড প্রান্তগুলির সাথে আয়তকার ক্যামেরা মডিউল দেখা যাবে৷ উল্লম্বভাবে সাজানো ক্যামেরা সেটআপের মধ্যে, ওপরের দিকে একটি ছোট সেন্সর, তারপর একটি অপেক্ষাকৃত বড় লেন্স এবং একদম নীচে একটি বর্গাকার আকৃতির ক্যামেরা দেখতে পাওয়া যাবে। তবে মনে রাখবেন, Redmi K60-এর কনসেপ্ট রেন্ডারের সত্যতা নিশ্চিত করা যায়নি। অতএব, এটি ফ্যান দ্বারা তৈরি রেন্ডার না প্রকৃত ডিভাইসের ওপর ভিত্তি করে নির্মিত - তা এখনও স্পষ্ট নয়।
শোনা পাচ্ছে, Redmi K60-তে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমৃদ্ধ ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে এবং এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ চিপসেট দ্বারা চালিত হবে। পাওয়ার ব্যাকআপের জন্য, এতে ৫,৫০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি থাকতে পারে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আর Redmi K60-এর রিয়ার প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৬৪ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৬৮৬ প্রাইমারি ক্যামেরাও দেখা যাবে।
Redmi K60-এর ফাঁস হওয়া স্পেসিফিকেশনগুলি দেখে অনুমান, লঞ্চের পর iQOO Neo 7 SE-এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে এটি। আসন্ন আইকো ফোনটিও মিডিয়াটেকের ডাইমেনসিটি ৮২০০ চিপসেট দ্বারা চালিত হতে পারে। K60 সিরিজে স্ট্যান্ডার্ড Redmi K60-এর পাশাপাশি K60 Pro এবং K60 Gaming মডেলটি দুটিও আসতে পাহে। এই ডিভাইসগুলিতে যথাক্রমে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ এবং স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেটগুলি ব্যবহার করা হতে পারে।