Redmi K60 Pro সুপারহিট ফিচারের সাথে আসছে, Snapdragon 8 Gen 2 প্রসেসর সহ দেখা গেল Geekbench-এ

আজ অর্থাৎ ২৩শে ডিসেম্বর Redmi স্বয়ং তাদের আপকামিং স্মার্টফোন সিরিজ Redmi K60 -এর আনুষ্ঠানিক লঞ্চের তারিখ নিশ্চিত করেছে।...
SUPARNA 23 Dec 2022 4:57 PM IST

আজ অর্থাৎ ২৩শে ডিসেম্বর Redmi স্বয়ং তাদের আপকামিং স্মার্টফোন সিরিজ Redmi K60 -এর আনুষ্ঠানিক লঞ্চের তারিখ নিশ্চিত করেছে। আগামী ২৭শে ডিসেম্বর ফোনটি বাজারে আসছে। লঞ্চের তারিখ প্রকাশ্যে নিয়ে আসার পাশাপাশি সংস্থাটি আলোচ্য সিরিজের একটি স্মার্টফোনের ডিজাইনও সামনে এনেছে। এর কিছু পরেই উক্ত সিরিজের একটি আপকামিং মডেল Redmi K60 Pro -কে বেঞ্চমার্কিং সাইট Geekbench -এ উপস্থিত হতে দেখা গেছে। এছাড়া Redmi আজই তাদের এই স্মার্টফোনের AnTuTu ফলাফলও জনসমক্ষে এনেছে। যেখানে Redmi K60 Pro হ্যান্ডসেটটি ১.৩৫ মিলিয়ন পয়েন্ট স্কোর করেছে।

Geekbench -এর সাইটে উপস্থিত হল Redmi K60 Pro

গিকবেঞ্চে 22127RK46C মডেল নম্বর সহ রেডমি কে৬০ প্রো অন্তর্ভুক্ত হয়েছে। লিস্টিং অনুসারে, আলোচ্য ফোনটি "কালামা" (Kalama) কোডনেমের কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর দ্বারা চালিত হবে। এক্ষেত্রে এই প্রসেসরের ক্লক স্পিড রেট হবে সর্বাধিক ৩.১৯ গিগাহার্টজ। আবার এই চিপসেটে ২.০২ গিগাহার্টজ রেটের ৩টি এফিসিয়েন্সি কোর এবং ২,৮ গিগাহার্টজ ক্লক রেটের ৪টি পারফরম্যান্স কোর বিদ্যমান রয়েছে। অতএব যাবতীয় বৈশিষ্ট্যের নিরিখে মনে হচ্ছে, আসন্ন এই স্মার্টফোন কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ২ (Snapdragon 8 Gen 2) প্রসেসর সহ আসবে।

গিকবেঞ্চের লিস্টিং থেকে আরো প্রকাশ্যে এসেছে যে, রেডমির কে-সিরিজ অন্তর্গত এই আসন্ন ফোনটি ১২ জিবি র‌্যাম অফার করবে। আর এতে লেটেস্ট লঞ্চ অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম প্রি-ইনস্টলড থাকবে। আর এতে এমাইওয়াই ১৪ (MIUI 14) কাস্টম স্কিন পাওয়া যাবে। প্রসঙ্গত কে-সিরিজের এই প্রো মডেলটি সিঙ্গেল-কোর টেস্টে ১,৪৬২ স্কোর অর্জন করতে সক্ষম হয়েছে এবং মাল্টি-কোর টেস্টে স্কোর করেছে ৫,০৩৮ পয়েন্ট।

Redmi K60 Pro -এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

আপকামিং Redmi K60 Pro স্মার্টফোনে ২কে (2K) রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থিত OLED ডিসপ্লে প্যানেল দেওয়া হতে পারে। এতে LPDDR5x র‌্যাম এবং UFS 4.0 ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। পারফরম্যান্সের জন্য সম্ভবত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর ব্যবহার করা হবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ (MIUI 14) কাস্টম স্কিনের রান করবে। আবার ফটোগ্রাফির জন্য এতে - ৫০ মেগাপিক্সেল Sony IMX890 প্রাইমারি সেন্সর সমন্বিত রিয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে। আলোচ্য স্মার্টফোনটি ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারির সাথে আসবে, যা ৬৭ ওয়াট ফাস্ট ওয়্যারড চার্জিং এবং ৩০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সমর্থন করবে। এছাড়া সিকিউরিটি ফিচার হিসাবে রেডমি কে৬০ প্রো ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে।

প্রসঙ্গত, সিরিজের অপর একটি মডেল Redmi K60e -এ Dimensity 8200 প্রসেসর দেওয়া হবে। আর সিরিজের স্ট্যান্ডার্ড বা রেগুলার মডেল Redmi K60 সম্ভবত Snapdragon 8+ Gen 1 চিপসেটের সাথে আসবে। যদিও চীনের বাজার ব্যতীত অন্যান্য আঞ্চলিক বাজারে Redmi K60 ফোনকে হয়তো POCO F5 5G নামে রিব্র্যান্ডেড করার পরিকল্পনা করছে শাওমি।

Show Full Article
Next Story