Redmi K60 সিরিজের লঞ্চ আগামী সপ্তাহে? তারিখ-সহ ফাঁস একাধিক ফিচার্স

রেডমি (Redmi) তাদের নতুন প্রজন্মের ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজটি লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। কোম্পানি...
Ananya Sarkar 23 Dec 2022 2:08 PM IST

রেডমি (Redmi) তাদের নতুন প্রজন্মের ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজটি লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। কোম্পানি শীঘ্রই চীনে Redmi K60 লাইনআপটি লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে যে, চলতি বছরের শেষের দিকে চীনের মার্কেটে K60 সিরিজটি আত্মপ্রকাশ করতে পারে। শাওমি তাদের নতুন রেডমি ফ্ল্যাগশিপ সিরিজটির লঞ্চের জন্য টিজার প্রকাশ করতেও শুরু করেছে, যা প্রকাশ করেছে যে আসন্ন সিরিজটি উচ্চতর পারফরম্যান্স প্রদানের ওপর ফোকাস করবে। তবে উৎকৃষ্ট মানের কার্যক্ষমতা থাকা সত্ত্বেও, এই ফোনগুলি শীতল থাকবে বলে দাবি করা হচ্ছে।

সংস্থাটি এখনও Redmi K60 সিরিজের অন্য কোনও তথ্য নিশ্চিত করেনি। তবে তার আগেই এখন, এক ইউটিউবার আপকামিং Redmi K-সিরিজের হ্যান্ডসেটগুলির লঞ্চের তারিখ এবং বিক্রয়ের টাইমলাইন প্রকাশ করেছেন। এছাড়াও, টিপস্টার আসন্ন রেডমি ফ্ল্যাগশিপ ডিভাইসগুলির সম্পর্কে কিছু তথ্যও প্রকাশ করেছেন। আসুন এগুলি দেখে নেওয়া যাক।

Redmi K60 সিরিজটি আগামী সপ্তাহে লঞ্চ হতে পারে

রেডমি কে৬০ সিরিজের লঞ্চের তারিখ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে সম্প্রতি ইউটিউবার সাহিল কারউল প্রকাশ করেছেন যে, রেডমির পরবর্তী K-সিরিজটি আগামী ২৭ ডিসেম্বর চীনে আত্মপ্রকাশ করবে। তিনি আরও জানিয়েছেন যে, ৩১ ডিসেম্বর থেকে দেশীয় বাজারে ফোনগুলির বিক্রি শুরু হবে৷

প্রসঙ্গত, এখনও পর্যন্ত রেডমি কে৬০ সিরিজ সম্পর্কিত যে সমস্ত রিপোর্টগুলি প্রকাশ্যে এসেছে, সেগুলি থেকে জানা গেছে যে, এই সিরিজের ডিভাইসগুলি স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর, ২কে (2K) রেজোলিউশন যুক্ত স্ক্রিন, একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং একটি সনি আইএমএক্স৮০০ সিরিজের প্রাইমারি ক্যামেরা অফার করবে।

জানিয়ে রাখি, সাহিল কারউল আলাদা করে রেডমি কে৬০ সিরিজের প্রতিটি ডিভাইসের স্পেসিফিকেশন প্রকাশ করেননি। রেডমি অন্তত তিনটি ফোন এই লাইনআপের অধীনে লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। এগুলি হল- কে৬০ই, স্ট্যান্ডার্ড কে৬০ এবং কে৬০ প্রো। কোম্পানি কে৬০ মডেলে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসরটি ব্যবহার করবে বলে জানা গেছে। অন্যদিকে, কে৬০ প্রো-তে স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপটি থাকতে পারে। রেডমি ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে, কে৬০ই মডেলটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ চিপসেট দ্বারা চালিত হবে।

এছাড়াও, জানা গেছে যে ডিভাইসগুলিতে ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে। রেগুলার Redmi K60-এর ডিসপ্লেটি ফ্ল্যাট হতে পারে, যেখানে K60 Pro-এ একটি কার্ভড প্যানেল থাকবে। তিনটি ফোনই ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। K60 এবং K60 Pro অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ (MIUI 14) ইউজার ইন্টারফেসে চলবে, যেখানে K60e অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিনে রান করবে।

ফটোগ্রাফির জন্য, K60 সিরিজের একটি ফোনের রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ট্রিপল-ক্যামেরা সেটআপ থাকবে বলে জানা গেছে। আরেকটি ডিভাইসে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর সহ ট্রিপল-ক্যামেরা সেটআপ থাকতে পারে৷

পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Redmi K60 5G-তে ৫,৫০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। এটি ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৩০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। অন্যদিকে, K60 Pro ১২০ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৩০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ আসতে পারে। আর সবশেষে, K60e মডেলটিতে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হতে পারে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

উল্লেখ্য, K60 সিরিজের অন্যান্য বৈশিষ্ট্যগুলি এখনও অজানাই রয়েছে। কোম্পানি শীঘ্রই আরও টিজার প্রকাশ করতে পারে। K60 Pro সম্ভবত বিশ্ব বাজারে POCO F5 হিসাবে লঞ্চ হবে। ডিভাইসগুলি ভারতে লঞ্চ হবে কিনা তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। আশা করা যায়, K60e ভারতে Redmi K50i-এর উত্তরসূরি হিসেবে লঞ্চ হবে। তবে, শাওমি ইন্ডিয়া এখনও কোন বিস্তারিত তথ্য নিশ্চিত করেনি। তাই এই ফাঁস হওয়া তথ্যগুলি কতটা সত্য, তা সময়ই বলতে পারবে।

Show Full Article
Next Story