সব কাজ হবে ঝড়ের গতিতে, সুপারফাস্ট স্পিড নিয়ে Redmi K60 সিরিজ বাজার মাতাবে

জনপ্রিয় টেক ব্র্যান্ড রেডমি (Redmi)-এর K-সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলি সংস্থার অনুরাগী এবং প্রযুক্তি উৎসাহীদের...
Ananya Sarkar 13 Dec 2022 2:00 PM IST

জনপ্রিয় টেক ব্র্যান্ড রেডমি (Redmi)-এর K-সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলি সংস্থার অনুরাগী এবং প্রযুক্তি উৎসাহীদের মধ্যে বেশ জনপ্রিয়। বর্তমানে শাওমি অধীনস্থ সংস্থাটি চীনা বাজারের জন্য তাদের পরবর্তী প্রজন্মের Redmi K60 লাইনআপের ওপর কাজ করছে বলে জানা গেছে। এই সিরিজের অধীনে স্ট্যান্ডার্ড Redmi K60, K60 Pro এবং Redmi K60E-এই তিনটি মডেল বাজারে আত্মপ্রকাশ করতে পারে। সাম্প্রতিক একটি প্রতিবেদন অনুসারে, Redmi K60 Gaming নামের মোবাইল গেমিং-কেন্দ্রিক মডেলটি লঞ্চ হওয়ার সম্ভাবনা কম। তবে, ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে যে, K60E ফোনে MediaTek Dimensity 8200 চিপসেটটি ব্যবহার করা হবে। অন্যদিকে, এখনও পর্যন্ত K60 এবং K60 Pro-এর যে সমস্ত স্পেসিফিকেশন সামনে এসেছে তা বেশ বিভ্রান্তিকর। বলা হয়েছে, উভয় মডেলই Qualcomm Snapdragon 8+ Gen 1 চিপ দ্বারা চালিত হতে পারে। তবে, এখন এক সুপরিচিত টিপস্টার এই আপকামিং K-সিরিজের ডিভাইসগুলি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন। দেখা যাচ্ছে যে, Redmi K60 সিরিজের ফ্ল্যাগশিপ মডেলটি টপ-অফ-দ্য-লাইন স্পেসিফিকেশনের সাথে আসবে।

Redmi K60 Pro-এ থাকতে পারে Qualcomm-এর লেটেস্ট ফ্ল্যাগশিপ Snapdragon চিপসেট

নতুন রেডমি কে৬০ মডেলে স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেটটি ব্যবহার করা হতে পারে। আর উচ্চতর রেডমি কে৬০ প্রো সম্ভবত লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ২ মোবাইল প্ল্যাটফর্ম দ্বারা চালিত হবে বলে শোনা যাচ্ছে। জনপ্রিয় টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবো-এর একটি পোস্টে জানিয়েছেন যে, সমস্ত সাব-সিস্টেমের প্রধান ফ্ল্যাগশিপ সিরিজে (মেশিন-অনুবাদ) ১৬ জিবি র‌্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ থাকবে।

প্রসঙ্গত, মনে করা হচ্ছে যে ডিজিট্যাল চ্যাট স্টেশনের এই পোস্টটি রেডমি কে৬০ এবং কে৬০ প্রো মডেল গুলির সাথে সম্পর্কিত। ওয়েইবো পোস্টটিতে এও উল্লেখ করা হয়েছে যে, উভয় মডেলেই এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ইউএফএস ৪.০ স্টোরেজ পাওয়া যাবে, যা শাওমি ১৩ সিরিজ, আইকো ১১ সিরিজ এবং ভিভো এক্স৯০ সিরিজের মতো সদ্য উন্মোচিত ফ্ল্যাগশিপগুলিতেও উপলব্ধ।

এছাড়া, Redmi K60 এবং K60 Pro-এ ১২০ হার্টজ রিফ্রেস রেট সহ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে বলে মনে করা হচ্ছে। উভয় ডিভাইসই ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। এই রেডমি হ্যান্ডসেটগুলি সম্ভবত অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ (MIUI 14) কাস্টম স্কিনে রান করবে। আর মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ চিপসেট দ্বারা চালিত Redmi K60E মডেলটি ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে শোনা যাচ্ছে।

Show Full Article
Next Story