Redmi K60 ফোনে iPhone 14 Pro এর ছোঁয়া? আসতে পারে ডায়নামিক আইল্যান্ড ফিচারের সাথে
চলতি বছরের শুরুর দিকেই শাওমি (Xiaomi)-অধীনস্থ জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রেডমি তাদের K50 সিরিজের সর্বপ্রথম হ্যান্ডসেট...চলতি বছরের শুরুর দিকেই শাওমি (Xiaomi)-অধীনস্থ জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রেডমি তাদের K50 সিরিজের সর্বপ্রথম হ্যান্ডসেট হিসেবে বাজারে লঞ্চ করেছিল Redmi K50 Gaming Edition-টি। এরপর এই লাইনআপের অধীনে একাধিক হ্যান্ডসেট উন্মোচন করেছে সংস্থা। বর্তমানে, ব্র্যান্ডটি এর উত্তরসূরি Redmi K60 সিরিজের ওপর কাজ করছে বলে জানা গেছে। আর এখন একটি ওয়েইবো পোস্টের ওপর ভিত্তি করে মনে করা হচ্ছে যে, Redmi K60 সিরিজটি iPhone 14 Pro মডেলগুলি মতো নতুন ডায়নামিক আইল্যান্ড ফিচারটির সাথে লঞ্চ হতে পারে। প্রসঙ্গত, চলতি মাসেই অ্যাপল তাদের iPhone 14 সিরিজটি বাজারে উন্মোচন করেছে। আর এই লাইনআপের Pro মডেলগুলির ডিসপ্লের ওপর আইকনিক বক্সি নচের পরিবর্তে দেখা গেছে একটি কাট আউট, যা মধ্যে ফোনের ফেস আইডি এবং ফ্রন্ট ক্যামেরা সেন্সরগুলিকে স্থাপন করা হয়েছে। এই নয়া পিল-আকৃতির কাট আউটটিকে "ডায়নামিক আইল্যান্ড" হিসেবে বাজারজাত হয়েছে।
Redmi K60-এর স্ক্রিনেও দেখা যেতে পারে ডায়নামিক আইল্যান্ড
সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট ওয়েইবো (Weibo)-তে এক ইউজার শাওমিকে স্মার্ট আইল্যান্ড ফিচার সহ রেডমি কে৬০ লঞ্চ করার জন্য অনুরোধ করেছিলেন এবং এর প্রত্যুত্তরে শাওমি চায়না-এর প্রেসিডেন্ট লু ওয়েইবিং তাদের গ্রাহকদের জিজ্ঞাসা করেছিলেন যে, তাদের এই বিশেষ ফিচারটির প্রয়োজন কিনা। অনেক ব্যবহারকারী এবিষয়ে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ বলেছেন যে, তারা শাওমি ফোনে এই ধরনের ফিচার দেখতে আগ্রহী। তবে, কিছু ব্যবহারকারী আবার এই বাস্তবায়নের বিরুদ্ধেও নিজের মত প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, রেডমি কে৬০-তে স্মার্ট আইল্যান্ড ফিচার থাকবে কি না তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, তবে আশা করা যায়, আগামীদিনে অ্যান্ড্রয়েড ফোনে অনুরূপ বৈশিষ্ট্য দেখা যেতে পারে। উল্লেখযোগ্যভাবে, কিছু এমআইইউআই (MIUI) সফ্টওয়্যার ডেভেলপার ইতিমধ্যেই সাউন্ড কন্ট্রোল এবং নোটিফিকেশনগুলির জন্য ডায়নামিক আইল্যান্ড ফিচারটি পরীক্ষা করছে৷
জানিয়ে রাখি, অ্যাপল তাদের লেটেস্ট iPhone 14 Pro মডেলগুলি একটি নতুন ডায়নামিক আইল্যান্ড ডিজাইনের সাথে লঞ্চ করেছে। প্রো মডেলগুলির সামনের দিকে একটি কালো পিল-আকৃতির কাট-আউট ডিজাইন রয়েছে এবং অ্যাপল এটিকে বুদ্ধিমত্তার সাথে ইউএই (UI) উপাদানগুলির সাথে মিশ্রিত করেছে, যাতে ডিসপ্লের ওপরের স্থানটি আরও ভালভাবে ব্যবহার করা যায়। এই কালো বারটি আকার এবং আকৃতি পরিবর্তন করে যখন আইফোনটি কোনও গুরুত্বপূর্ণ অ্যালার্ট, নোটিফিকেশন বা লাইভ স্কোর-এর মতো বার্তা গ্রহণ করে। তাই, ডায়নামিক আইল্যান্ডে আইফোন ব্যবহারকারীরা অ্যাপল পে লেনদেনের বিশদ বিবরণ, চার্জিং স্ট্যাটাস, ব্যাটারির শতাংশ, ফেস আইডি আনলকিং সতর্কতা, এনএফসি ইন্টারঅ্যাকশন, মাইক্রোফোন বা ক্যামেরা চালু থাকলে প্রাইভেসি ইন্ডিকেটর, এয়ারড্রপ ফাইল স্থানান্তরের জন্য সতর্কতা, এরোপ্লেন মোড বা ডেটা সতর্কতা ইত্যাদি অনেক কিছুই চেক করতে পারেন।
তবে, অদূর ভবিষ্যতে আইফোনের ডাইনামিক আইল্যান্ড ফিচারটি অ্যান্ড্রয়েড হ্যান্ডসেটে ব্যবহার করা হলে অবাক হওয়ার কিছু থাকবে না। কেননা এর আগে, একাধিক অ্যান্ড্রয়েড ডিভাইস নির্মাতা আইফোনের পাশাপাশি অ্যাপল ওয়াচের ডিজাইন অনুকরণ করেছে। কারণ অ্যাপল প্রোডাক্টগুলি বেশ ব্যয়বহুল, আর বহু মধ্যবিত্ত ক্রেতাই কম দামের পরিসরে অ্যাপল প্রোডাক্টের মতো অনুভূতি পেতে চান৷ নতুন ডায়নামিক আইল্যান্ড ফিচারটি ইতিমধ্যেই গ্রাহকদের মন জয় করতে পেরেছে, তাই পরবর্তীকালে এর চাহিদা আরও বাড়লে এটি অ্যান্ড্রয়েড ফোনেও দেখা যাবে বলে আশা করা যায়। উল্লেখ্য, এই বৈশিষ্ট্যটি সম্প্রতি শাওমির এমআইইউআই (MIUI) থিম স্টোরে দেখা গেছে, তাই প্রথমে শাওমি ফোনের সাথেই ডায়নামিক আইল্যান্ড-সদৃশ ফিচারটি অ্যান্ড্রয়েড ফোনের বাজারে আসবে বলে মনে করা হচ্ছে।