Redmi K60 Ultra-র লঞ্চের তারিখ প্রকাশ হল, ফিচার্স শুনলে চক্ষু চড়কগাছ হয়ে যাবে

চলতি মাসের শুরুতে রেডমি (Redmi)-এর সাথে মিডিয়াটেক (MediaTek) এবং পিক্সেলওয়ার্কস (Pixelworks)-এর পার্টনারশিপে পরিচালিত...
Ananya Sarkar 12 Aug 2023 9:56 PM IST

চলতি মাসের শুরুতে রেডমি (Redmi)-এর সাথে মিডিয়াটেক (MediaTek) এবং পিক্সেলওয়ার্কস (Pixelworks)-এর পার্টনারশিপে পরিচালিত একটি ইভেন্টে নিশ্চিত করা হয়েছিল যে, Redmi K60 Ultra ফোনটি আগস্ট মাসেই লঞ্চ হবে। আর এখন আনুষ্ঠানিকভাবে ডিভাইসটির লঞ্চের তারিখটি প্রকাশ করেছে শাওমি। এর পাশাপাশি জানা গেছে যে, রেডমির এই ফ্ল্যাগশিপটির সাথে Xiaomi Mix Fold 3 ফোল্ডেবল ফোন এবং Xiaomi Pad 6 Max ট্যাবলেটটিও লঞ্চ হবে। কোম্পানি Redmi K60 Ultra-এর লঞ্চের তারিখের সাথে কিছু স্পেসিফিকেশনও নিশ্চিত করেছে। আসুন তাহলে Redmi K60 Ultra সম্পর্কে ব্র্যান্ড দ্বারা প্রকাশ করা সমস্ত তথ্য এবং এখনও পর্যন্ত অনলাইনে যা যা বিবরণ ফাঁস হয়েছে, সেগুলি জেনে নেওয়া যাক।

প্রকাশিত হল Redmi K60 Ultra-এর লঞ্চের তারিখ ও মূল স্পেসিফিকেশন

শাওমি তাদের অফিসিয়াল ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং সাইট) অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করে ঘোষণা করেছে যে, রেডমি কে৬০ আল্ট্রা ফোনটি আগামী ১৪ আগস্ট চীনে লঞ্চ করা হবে ও সাথে ফ্ল্যাগশিপ ডিভাইসটির কিছু স্পেসিফিকেশনও নিশ্চিত করা হয়েছে। এই ফোনটির সাথে শাওমি মিক্স ফোল্ড ৩ এবং শাওমি প্যাড ৬ ম্যাক্স ট্যাবটিও উন্মোচন করা হবে।

চীনা স্মার্টফোন নির্মাতা দাবি করেছে যে, রেডমি কে৬০ আল্ট্রা আনটুটু (AnTuTu)-তে ১.৭৭ মিলিয়ন বা ১৭.৭ লক্ষ পয়েন্ট স্কোর করেছে। আর এই স্কোর অর্জন করা সম্ভব হয়েছে মিডিয়াটেকের ফ্ল্যাগশিপ ডাইমেনসিটি ৯২০০প্লাস চিপসেটের জন্য। শক্তিশালী প্রসেসরটির পিক ক্লক স্পিড ৩.৩৪ গিগাহার্টজ। এছাড়াও, কে৬০ আল্ট্রা পিক্সেলওয়ার্কস দ্বারা নির্মিত ডেডিকেটেড এক্স৭ (X7) চিপ সহ আসবে, যা উন্নত গেমিং, ডিসপ্লে ভিউয়িং এবং ইমেজিং অভিজ্ঞতা প্রদান করবে বলে দাবি করা হয়েছে। ফোনটিতে ফিউরিয়াস ইঞ্জিন ২.০-ও রয়েছে, যা ডাইমেনসিটি ৯২০০প্লাস ও পিক্সেলওয়ার্কস এক্স৭ চিপ - উভয়ের কর্মক্ষমতা বাড়াতে ডেডিকেটেড পারফরম্যান্স মোড বলে মনে করা হচ্ছে।

এছাড়াও, শাওমি তাদের ওয়েইবো পোস্টে নিশ্চিত করেছে যে Redmi K60 Ultra মডেল 1.5K রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সমৃদ্ধ ফ্ল্যাট ওলেড স্ক্রিনের সাথে আসবে। প্রসেসরটি ২৪ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১ টিবি স্টোরেজের সাথে যুক্ত থাকবে। শাওমি তাদের ওয়েইবো পোস্টে ক্যামেরা সেটআপ প্রদর্শন করে K60 Ultra-এর অফিসিয়াল রেন্ডারও শেয়ার করেছে। জানা গেছে যে, ডিভাইসটিতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে, যার সেকেন্ডারি ক্যামেরাগুলি আল্ট্রা-ওয়াইড এবং ম্যাক্রো বলে অনুমান করা হয়েছে। তবে ব্র্যান্ডের পক্ষ থেকে আর কোনও তথ্য নিশ্চিত করা হয়নি।

তকোম্পানি দ্বারা শেয়ার করে রেন্ডার অনুযায়ী ফোনটি ব্ল্যাক এবং গ্রীন - এই দুটি কালারে লঞ্চ হতে পারে। এর পিছনের প্যানেলে একটি পরিচিত ডিজাইন রয়েছে, যা ইতিমধ্যেই ফ্ল্যাগশিপ Xiaomi 13 সিরিজের স্মার্টফোনগুলির দেখা গেছে। ভারতে Redmi K60 Ultra-এর লঞ্চের বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি, তবে অনুমান করা হচ্ছে যে Redmi K60 Ultra গ্লোবাল মার্কেটে Xiaomi 13T Pro নামে আত্মপ্রকাশ করতে পারে।

Show Full Article
Next Story