Redmi K60 Ultra তুখোড় ফিচার্স সহ আগামীকাল লঞ্চ হচ্ছে, শক্তিশালী প্রসেসর সহ থাকবে দুর্দান্ত ডিসপ্লে
আগামীকাল অর্থাৎ ৩রা আগস্ট চীনে একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করল Redmi। মনে করা হচ্ছে, আপকামিং এই ইভেন্ট চলাকালীন বহুল...আগামীকাল অর্থাৎ ৩রা আগস্ট চীনে একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করল Redmi। মনে করা হচ্ছে, আপকামিং এই ইভেন্ট চলাকালীন বহুল প্রতীক্ষিত Redmi K60 Ultra স্মার্টফোনের উপর থেকে পর্দা ওঠানো হবে। কেননা আলোচ্য মডেলটি খুব শীঘ্রই চীনের বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে বলে শোনা যাচ্ছিলো বিগত কিছুদিন ধরেই। পাশাপাশি, Xiaomi -এর সাব-ব্র্যান্ডটিকে আজ তাদের অফিসিয়াল উইবো (Weibo) হ্যান্ডেলে একটি টিজার পোস্টার শেয়ার করতে দেখা গেছে। যা নিশ্চিত করেছে যে, লঞ্চ ইভেন্টে 'মিডিয়াটেক' এবং 'পিক্সেলওয়ার্কস' সম্পর্কিত ডিভাইস উন্মোচন করা হবে। এক্ষেত্রে জানিয়ে রাখি, আসন্ন Redmi K60 Ultra মিডিয়াটেকের ডাইমেনসিটি ৯২০০ প্লাস চিপসেট এবং দুর্দান্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদানের জন্য পিক্সেলওয়ার্কসের ডিসপ্লে চিপ অফার করবে। ফলে বলার অপেক্ষা রাখে না যে আগামীকাল Redmi K60 Ultra লঞ্চ হতে চলেছে।
তবে এই স্মার্টফোনের পাশাপাশি আরো বেশ কয়েকটি নয়া প্রোডাক্ট আগামীকালের লঞ্চ ইভেন্টে আত্মপ্রকাশ করতে পারে বলে আশা করা হচ্ছে। এই তালিকায় সামিল রয়েছে - Xiaomi Mix Fold 3, Xiaomi Pad 6, এবং Redmi Pad 2৷ হালফিলে কে৬০-সিরিজের 'আল্ট্রা' মডেলটির একাধিক তথ্য ফাঁস হয়েছে। যার দৌলতে ডিভাইসটির বেশ কয়েকটি সম্ভাব্য ফিচার সামনে এসেছে।
Redmi K60 Ultra এর সম্ভাব্য স্পেসিফিকেশন
পূর্ববর্তী রিপোর্ট অনুসারে, রেডমি কে৬০ আল্ট্রা স্মার্টফোন ১.৫কে রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সমর্থিত ৬.৬৭-ইঞ্চির OLED প্যানেল সহ আসবে। সিকিউরিটি ফিচার হিসাবে এতে আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলতে পারে। আলোচ্য ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ প্লাস চিপসেট দ্বারা চালিত হবে। আর স্টোরেজ হিসাবে ১২ জিবি / ১৬ জিবি LPDDR5x র্যাম এবং ৫১২ জিবি / ১ টেরাবাইট রম পাওয়া যেতে পারে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য রেডমির এই আপকামিং হ্যান্ডসেটে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ বা ৫,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে।
প্রসঙ্গত, একটি লেটেস্ট রিপোর্টে দাবি করা হয় যে আপকামিং Redmi K60 Ultra স্মার্টফোনের রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে গ্লোবাল মার্কেটে Xiaomi 13T Pro মডেলটি লঞ্চ হবে। এক্ষেত্রে Xiaomi 13T Pro এবং Xiaomi 13T উভয় ফোনকে ১লা সেপ্টেম্বর বিশ্বব্যাপী ঘোষণা করা হতে পারে।