Redmi K60 Ultra প্রথম 24 জিবি র্যামের রেডমি ফোন হিসেবে লঞ্চ হল, রয়েছে Sony IMX800 ক্যামেরা সেন্সর
দীর্ঘদিনের জল্পনার অবসান করে রেডমি অবশেষে চীনের বাজারে তাদের বহু প্রতীক্ষিত Redmi K60 Ultra স্মার্টফোনটি লঞ্চ করেছে। আজ...দীর্ঘদিনের জল্পনার অবসান করে রেডমি অবশেষে চীনের বাজারে তাদের বহু প্রতীক্ষিত Redmi K60 Ultra স্মার্টফোনটি লঞ্চ করেছে। আজ শাওমি চায়না-এর সিইও, লেই জুনের বার্ষিক বক্তৃতা অনুষ্ঠানে এই ডিভাইসটির ওপর থেকে পর্দা সরানো হয়েছে। এর সাথে Xiaomi Mix Fold 3 সহ অন্যান্য বেশ কিছু প্রোডাক্টও উন্মোচন করা হয়েছে। Redmi K60 Ultra এই মুহুর্তে সবচেয়ে প্রিমিয়াম রেডমি-ব্র্যান্ডেড স্মার্টফোন। এটি বেশকিছু বৈশিষ্ট্যের সাথে এসেছে, যা এই প্রথম কোনও রেডমি ফোনে দেখা গেল। K60 সিরিজে অন্তর্ভুক্ত Redmi K60 Pro, Redmi K60, এবং Redmi K60E মডেলগুলির থেকে 'Ultra' মডেলটিতে আলাদা ডিজাইন রয়েছে। ফোনটি ওলেড ডিসপ্লে, MediaTek Dimensity 9200 Plus প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। আসুন Redmi K60 Ultra-এর স্পেসিফিকেশন, মূল্য এবং উপলব্ধতা সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।
Redmi K60 Ultra-এর স্পেসিফিকেশন
ডিজাইনের দিক থেকে রেডমি কে৬০ আল্ট্রা দেখতে রেডমি কে৬০ সিরিজ এবং শাওমি ১৩ সিরিজের ফিউশনের মতো। এতে ফ্ল্যাট ডিসপ্লের পাশাপাশি ফ্ল্যাট ফ্রেম রয়েছে। তবে এর রিয়ার প্যানেলটি কার্ভড। পিছনের বিশাল ক্যামেরা আইল্যান্ডটির দুই পাশে স্লোপ রয়েছে যা এটিকে একটি অনন্য চেহারা দিয়েছে। ডিভাইসটি ধুলো এবং জল প্রতিরোধের জন্য আইপি৬৮-রেটিং প্রাপ্ত। রেডমি কে৬০ আল্ট্রা প্রথম রেডমি-ব্র্যান্ডেড স্মার্টফোন, যাতে ইনগ্রেস প্রোটেকশন উপস্থিত।
হ্যান্ডসেটটির সামনে ১.৫কে রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬৭ ইঞ্চির কেন্দ্রীভূত পাঞ্চ-হোল ওলেড ডিসপ্লে দেখা যাবে। এই স্ক্রিনটি ২,৮৮০ হার্টজ পিডাব্লিউএম ফ্রিকোয়েন্সি এবং ২,৬০০ নিট পিক ব্রাইটনেস লেভেল অফার করে। রেডমি কে৬০ আল্ট্রা-এ ২৪ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫এক্স র্যাম এবং ১টিবি ইউএফএস ৪.০ স্টোরেজ সহ মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ প্লাস চিপসেটটি ব্যবহৃত হয়েছে। এটিতে পিক্সেলওয়ার্কস এক্স৭ ডিসপ্লে চিপও বর্তমান। সফ্টওয়্যারের ক্ষেত্রে, এই রেডমি ফোনটি অ্যান্ড্রয়েড ১৩-এর ওপর ভিত্তি করে এমআইইউআই ১৪ (MIUI 14) কাস্টম স্কিনে রান করে।
ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির জন্য, Redmi K60 Ultra-এর রিয়ার প্যানেলে অবস্থিত ট্রিপল ক্যামেরা সিস্টেমের মধ্যে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS)-সহায়ক ৫০ মেগাপিক্সেলের Sony IMX800 প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো স্ন্যাপার উপস্থিত রয়েছে৷ আর ফোনের সামনে ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বিদ্যমান।
এছাড়া, Redmi K60 Ultra-এর অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে আছে ডুয়েল স্টেরিও স্পিকার, একটি আইআর ব্লাস্টার, একটি এক্স-অ্যাক্সিস ভাইব্রেশন মোটর এবং একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সর্বোপরি, K60 Ultra-এ ১২০ ওয়াট ফাস্ট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
Redmi K60 Ultra-এর দাম ও লভ্যতা
Redmi K60 Ultra চীনের বাজারে পাঁচটি কনফিগারেশনে পাওয়া যাবে। এই মডেলগুলির দাম হল -
১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ - ২,৫৯৯ ইউয়ান (প্রায় ২৯,৭৮০ টাকা),
১৬ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ - ২,৭৯৯ ইউয়ান (প্রায় ৩২,১০০ টাকা),
১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ - ২,৯৯৯ ইউয়ান (প্রায় ৩৪,৪০০ টাকা),
১৬ জিবি র্যাম + ১ টিবি স্টোরেজ - ৩,২৯৯ ইউয়ান (প্রায় ৩৭,৮০০ টাকা),
২৪ জিবি র্যাম + ১ টিবি স্টোরেজ – ৩,৫৯৯ ইউয়ান (প্রায় ৪১,২৩০ টাকা)
ফোনটিকে গ্রীন, ব্ল্যাক এবং হোয়াইট - এই কালার অপশনগুলিতে বেছে নেওয়া যাবে। নিশ্চিত করা হয়েছে আগামী ১৬ অগাস্ট থেকে চীনে Redmi K60 Ultra-এর বিক্রি শুরু হবে। তবে টপ-এন্ড ২৪ জিবি র্যাম + ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ২২ আগস্ট থেকে পাওয়া যাবে। রেডমি তাদের এই ফোনটিকে ভারত সহ বিশ্ব বাজারে কবে লঞ্চ করবে, সেসম্পর্কে এখনও কিছু নিশ্চিত করে জানায়নি।