ডিসপ্লে থেকে চার্জিং, তাক লাগাবে Redmi-র নতুন স্মার্টফোন, লঞ্চের আগেই প্রকাশ্যে এল ডিজাইন
রেডমি তাদের K-সিরিজের অধীনে হাই-এন্ড Redmi K60 Ultra স্মার্টফোনটি লঞ্চ করতে চলেছে। গত সপ্তাহে একটি রিপোর্ট এই আসন্ন...রেডমি তাদের K-সিরিজের অধীনে হাই-এন্ড Redmi K60 Ultra স্মার্টফোনটি লঞ্চ করতে চলেছে। গত সপ্তাহে একটি রিপোর্ট এই আসন্ন ডিভাইসটির র্যাম, স্টোরেজ এবং কালার অপশন প্রকাশ্যে এনেছিল। আর এখন, একটি ডিজাইন রেন্ডার এবং পিছনের কভার সহ K60 Ultra-এর কয়েকটি প্রচারমূলক ছবি অনলাইনে ফাঁস হয়েছে, যা এর আকষর্ণীয় বাহ্যিক রূপটি প্রদর্শন করেছে। আসুন তাহলে জেনে নেওয়া যাক Redmi K60 Ultra কেমন দেখতে হতে চলেছে।
ফাঁস হল Redmi K60 Ultra-এর ডিজাইন রেন্ডার ও প্রোমোশনাল পোস্টার
রেন্ডার ও প্রোমোশনাল ইমেজের মাধ্যমে প্রকাশ্যে আসা রেডমি কে৬০ আল্ট্রা-এর রিয়ার ডিজাইনটি এর আগে ফাঁস হওয়া ডিজাইনের সাথে সামঞ্জস্যপূর্ণ। রেন্ডার অনুযায়ী, ডিভাইসটির রিয়ার প্যানেলে একটি বর্গাকার-আকৃতির ক্যামেরা মডিউল দেখা যাবে, যার মধ্যে দুটি বড় বৃত্তাকার ক্যামেরা সেন্সর, একটি ছোট বৃত্তাকার ক্যামেরা লেন্স এবং একটি পিল-আকৃতির ডুয়েল-টোন এলইডি ফ্ল্যাশ থাকবে।
এছাড়া, রেডমি কে৬০ আল্ট্রা-এর ব্যাক প্যানেলের বাম পাশের ঠিক নীচে রেডমি ব্র্যান্ডিংটি উল্লম্বভাবে অবস্থান করবে। অন্যদিকে, স্মার্টফোনটির ডিসপ্লে স্লিম বেজেল দ্বারা বেষ্টিত হবে, যার ওপরের মধ্যবর্তী স্থানে একটি পাঞ্চ-হোল ক্যামেরা কাটআউট উপস্থিত থাকবে৷
Redmi K60 Ultra: স্পেসিফিকেশন (প্রত্যাশিত)
সাম্প্রতিক রিপোর্ট গুলি থেকে জানা গেছে যে, রেডমি কে৬০ আল্ট্রা-এ সম্ভবত 1.5K রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ উচ্চ রিফ্রেশ রেট সহ বড় ৬.৭ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে থাকবে। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ প্লাস চিপসেট থাকতে পারে। রেডমি কে৬০ আল্ট্রা অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম ভিত্তিক এমআইইউআই ১৪ কাস্টম স্কিনে রান করবে বলে আশা করা হচ্ছে। মেমরি এবং স্টোরেজের ক্ষেত্রে, হ্যান্ডসেটটি দুটি ভ্যারিয়েন্ট লঞ্চ হবে বলে অনুমান করা হচ্ছে - ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র্যাম + ১ টিবি স্টোরেজ।
পাওয়ার ব্যাকআপের জন্য, Redmi K60 Ultra-এ ৫,০০০ এমএএইচ থেকে ৫,৫০০ এমএএইচ-এর মধ্যে একটি বিশাল ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহার করা হবে, যা ১২০ ওয়াট সুপার-ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।এছাড়াও, Redmi K60 Ultra স্লিক ব্ল্যাক ও ভাইব্র্যান্ট সায়ান কালার অপশনে উপলব্ধ হবে বলে শোনা যাচ্ছে।