Redmi-র এই ফোন আগস্টের সবচেয়ে বড় চমক, লঞ্চের আগেই মেমরি-কালার অপশন ফাঁস

গত মাসে রেডমির আসন্ন সাশ্রয়ী মূল্যের ফ্ল্যাগশিপ স্মার্টফোন, Redmi K60 Ultra-কে চীনের 3C (CCC) সার্টিফিকেশন...
techgup 8 July 2023 9:01 PM IST

গত মাসে রেডমির আসন্ন সাশ্রয়ী মূল্যের ফ্ল্যাগশিপ স্মার্টফোন, Redmi K60 Ultra-কে চীনের 3C (CCC) সার্টিফিকেশন প্ল্যাটফর্মের ডেটাবেসে 23078RKD5C মডেল নম্বর সহ দেখা গেছে। অনুমান করা হচ্ছে যে, হ্যান্ডসেটটি আগামী আগস্ট মাসে Xiaomi MIX Fold 3, Xiaomi Pad 6 Max এবং Redmi Pad 2-এর মতোাডিভাইসগুলি সাথে লঞ্চ হবে। তার আগে এখন সূত্র মারফৎ Redmi K60 Ultra-র মেমরি এবং কালার অপশনগুলি প্রকাশ্যে এসেছে।

Redmi K60 Ultra-র স্টোরেজ ভ্যারিয়েন্ট ও কালার অপশন ফাঁস

শোনা যাচ্ছে, রেডমি কে৬০ আল্ট্রা দুটি ভ্যারিয়েন্টে আসবে - ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‍্যাম + ১ টিবি স্টোরেজ। এটি ব্ল্যাক এবং সায়ানের মতো দুটি কালার শেডে বেছে নেওয়া যাবে। এছাড়াও দাবি করা হয়েছে যে, রেডমি কে৬০ আল্ট্রা আকর্ষণীয় ডিজাইন সহ সাধ্যের মধ্যে ফ্ল্যাগশিপ ফোন হিসাবে আসতে চবেছে। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ প্লাস চিপসেট ব্যবহার করা হবে।

তবে, আরও শক্তিশালী ফ্ল্যাগশিপ ফোনের সন্ধানে থাকলে, তাদের জন্য রেডমি কে৬০ প্রো আদর্শ বিকল্প। কারণ এতে বেশি পাওয়ারফুল কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর রয়েছে। লঞ্চের সময়, দাম ছিল ৩,২৯৯ ইউয়ান (প্রায় ৩৭,৭৫০ টাকা), তবে এটি এখন ২,৫৯৯ ইউয়ান (প্রায় ২৯,৭৫০ টাকা) মূল্যে উপলব্ধ।বিভিন্ন রিপোর্টের মাধ্যমে ইতিমধ্যেই Redmi K60 Ultra-এর কিছু স্পেসিফিকেশনও সামনে এসেছে।

জল্পনা চলছে যে ডিভাইসটিতে ৬.৭ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে থাকবে, যা 1.5K রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ (MIUI 14) সফ্টওয়্যার সংস্করণে রান করতে পারে। নিরাপত্তার জন্য, K60 Ultra-এ একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অন্তর্ভুক্ত থাকবে বলেও জানা গেছে। ফোনটিতে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ বা ৫,৫০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে।

Show Full Article
Next Story