প্রিমিয়াম ডিজাইনের সাথে ফ্ল্যাগশিপ কিলার ফিচার, Redmi K60 Ultra ফোনের ছবি প্রকাশ্যে
বেশ কিছুদিন ধরেই অনলাইনে প্রকাশিত একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে যে, রেডমি (Redmi)-এর K60 সিরিজের 'Ultra' মডেলটি চলতি...বেশ কিছুদিন ধরেই অনলাইনে প্রকাশিত একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে যে, রেডমি (Redmi)-এর K60 সিরিজের 'Ultra' মডেলটি চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে বাজারে লঞ্চ হবে। এটি Redmi K60, K60 Pro এবং K60E সমন্বিত K60 লাইনআপের চতুর্থ ভ্যারিয়েন্ট হতে চলেছে। আসন্ন স্মার্টফোনের কিছু মূল স্পেসিফিকেশনও অনলাইনে প্রকাশিত হয়েছে। আর এখন এক নির্ভরযোগ্য চীনা টিপস্টার Redmi K60 Ultra-এর একটি রেন্ডার স্কেচ শেয়ার করেছেন, যা থেকে এর রিয়ার ডিজাইন সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে। আসুন Redmi K50 Ultra-এর উত্তরসূরিটির সম্পর্কে কি কি তথ্য সামনে এল, জেনে নেওয়া যাক।
ফাঁস হল Redmi K60 Ultra-এর স্কেচ রেন্ডারের
টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন দ্বারা শেয়ার করা রেন্ডারটি প্রকাশ করে যে, রেডমি কে৬০ আল্ট্রা-এ একটি কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাটআউট ডিসপ্লে থাকবে। এর রিয়ার প্যানেলে দেখা যাবে একটি বর্গাকার ক্যামেরা আইল্যান্ড। মডিউলটির বাম দিকে দুটি ক্যামেরা সেন্সর উপস্থিত থাকবে, যেখানে ডানদিকে একটি এলইডি ফ্ল্যাশ ইউনিট এবং নীচে আরেকটি ছোট সেন্সর অবস্থান করবে। এগুলি ছাড়া, রেডমি কে৬০ আল্ট্রা-এর ওই স্কেচ রেন্ডারটি কোনও অতিরিক্ত বিবরণ প্রকাশ করেনি।
তবে সাম্প্রতিক রিপোর্টগুলি থেকে জানা গেছে যে, রেডমি কে৬০ আল্ট্রা-এর ডিসপ্লেতে ১.৫কে (1.5K) রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই আসন্ন ডিভাইসটি মিডিয়াটেকের ডাইমেনসিটি ৯২০০ প্লাস চিপসেট দ্বারা চালিত হবে এবং এতে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
এখনও পর্যন্ত, Redmi K60 Ultra সম্পর্কে এই তথ্যগুলিই সামনে এসেছে। তবে এই স্মার্টফোনটির সম্পর্কে আরও তথ্য খুব শীঘ্রই জানা যাবে বলে আশা করা যায়। উল্লেখ্য, রেডমি চলতি সপ্তাহের শুরুতে চীনে স্ট্যান্ডার্ড Redmi K60 https://m.sportsgup.in/mobiles/xiaomi-sells-300000-units-of-redmi-k60-series-phones-in-5-minutes/-এর একটি নতুন ১৬ জিবি র্যাম + ১ টিবি স্টোরেজ কনফিগারেশন লঞ্চ করেছে। এটির দাম ৩,৫৯৯ ইউয়ান (প্রায় ৪২,১০০ টাকা) এবং এটি বর্তমানে চীনে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ রয়েছে।