ফিচারে ভরপুর Redmi K60 Ultra কেনার জন্য হুড়োহুড়ি, ৫ মিনিটে বিক্রি হল ২,২০,০০০

গত ১৪ই আগস্ট চীনের বাজারে আত্মপ্রকাশ করে Redmi K60 Ultra। আর আজ অর্থাৎ ১৬ই আগস্ট একে প্রথমবার ওপেন সেলে বিক্রির জন্য...
SUPARNA 16 Aug 2023 5:36 PM IST

গত ১৪ই আগস্ট চীনের বাজারে আত্মপ্রকাশ করে Redmi K60 Ultra। আর আজ অর্থাৎ ১৬ই আগস্ট একে প্রথমবার ওপেন সেলে বিক্রির জন্য উপলব্ধ করা হয়। আর এই সেল শুরু হওয়ার মাত্র ৫ মিনিটের মধ্যেই এই মডেলটির ২,২০,০০০ ইউনিট চোখের নিমেষে 'সোল্ড আউট' হয়ে যায়! Redmi স্বয়ং চীনা মাইক্রোব্লগিং সাইট উইবো (Weibo)-এর মাধ্যমে এই তথ্য সগর্বে ঘোষণা করেছে আজ। সাথে আরো জানানো হয়েছে যে, ২০২৩ সালে JD.com/Tmall প্ল্যাটফর্মে ৪,০০০ ইউয়ান (ভারতীয় মূল্যে প্রায় ৪৫,৭০০ টাকা) মূল্যে তালিকাভুক্ত কোনো ফোন প্রথমবার এরকম রেকর্ড ব্রেকিং সেলস পারফরম্যান্স দেখালো।

চলতি মাসের প্রথমার্ধে Redmi 12 5G মডেলটি ভারতের বাজারেও ব্যাপক বিক্রি হয়েছে। তবে আজ Redmi K60 Ultra সব রেকর্ড ভেঙে দিয়েছে।

সেল শুরুর ৫ মিনিটের মধ্যে Redmi K60 Ultra এর সমস্ত ইউনিট বিক্রি হয়ে গেল

শাওমি গ্রুপের প্রেসিডেন্ট লু ওয়েইবিং (Lu Weibing) আজ উইবো (Weibo)-তে তাদের সাব-ব্র্যান্ডের অধীনে লঞ্চ হওয়া রেডমি কে৬০ আল্ট্রা স্মার্টফোনের নতুন মাইলস্টোন গড়ার উপলক্ষে একটি পোস্ট শেয়ার করেন। যেখানে আলোচ্য মডেলটির কেবল ৫ মিনিটের মধ্যে ২,২০,০০০ ইউনিট বিক্রি হওয়ার সুখবর দেওয়া হয়েছে।

একটা সহজ হিসাবনিকাশ করে দেখলে, ৫ মিনিটের মধ্যে ২,২০,০০০ ইউনিট বিক্রি হওয়ার অর্থ হল - ডিভাইসটি প্রতি সেকেন্ডে প্রায় ৭৩৩ ইউনিট বা প্রতি মিনিটে ৪৪,০০০ ইউনিট বিক্রি হয়েছে। জানিয়ে রাখি, রেডমি কে৬০ আল্ট্রা স্মার্টফোনের দাম ২,৫৯৯ ইউয়ান (প্রায় ২৯,৭০০ টাকা) থেকে শুরু হচ্ছে। এই দাম ফোনটির ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ অপশনের জন্য বরাদ্দ। মনে করা হচ্ছে, দামের তুলনায় স্পেসিফিকেশন অধিক আকর্ষণীয় হওয়ায় ক্রেতারা উক্ত হ্যান্ডসেটটির কেনার জন্য এভাবে ঝাঁপিয়ে পড়েছেন।

ফিচারের কথা বললে, Redmi K60 Ultra ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০+ প্রসেসর ব্যবহার করা হয়েছে। আবার এর ক্যামেরা সিস্টেমও যথেষ্ট উন্নত। এক্ষেত্রে ডিভাইসের ব্যাক প্যানেলে - ৫০ মেগাপিক্সেল Sony IMX800 প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান। আবার সামনে ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।

এদিকে Redmi K60 Ultra স্মার্টফোনে ৬.৬৭-ইঞ্চির OLED ডিসপ্লে রয়েছে। এই টাচস্ক্রিনের ডিজাইন পাঞ্চ-হোল (কেন্দ্রীভূত) স্টাইলের এবং এটি ১.৫কে রেজোলিউশন, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ২,৮৮০ হার্টজ পিডাব্লিউএম ফ্রিকোয়েন্সি এবং ২,৬০০ নিট পিক ব্রাইটনেস লেভেল সাপোর্ট করে। এটি ২৪ জিবি পর্যন্ত LPDDR5x র‍্যাম এবং ১ টেরাবাইট UFS 4.0 স্টোরেজ অফার করে। আবার অপারেটিং সিস্টেম হিসাবে এতে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ (MIUI 14) কাস্টম স্কিন পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য ডিভাইসে ১২০ ওয়াট ফাস্ট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

প্রসঙ্গত, Xiaomi বিশ্ব বাজারের জন্য Redmi K60 Ultra মডেলটিকে নামফেরে Xiaomi 13T Pro হিসাবে রিব্র্যান্ড করার পরিকল্পনা করছে।

Show Full Article
Next Story