Redmi K60 Ultra নাকি OnePlus Ace 2 Pro, দুই সেরা ফ্ল্যাগশিপ ফোনের মধ্যে কে এগিয়ে দেখে নিন

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে গত ১৪ই আগস্ট Redmi K60 Ultra স্মার্টফোনকে লঞ্চ করা হয় চীনের বাজারে। আবার এই ফোনের লঞ্চের ঠিক ২ দিনের মাথাতেই হোম-মার্কেটে…

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে গত ১৪ই আগস্ট Redmi K60 Ultra স্মার্টফোনকে লঞ্চ করা হয় চীনের বাজারে। আবার এই ফোনের লঞ্চের ঠিক ২ দিনের মাথাতেই হোম-মার্কেটে আত্মপ্রকাশ করে OnePlus Ace 2 Pro। দুটি হ্যান্ডসেটই ২৪ জিবি পর্যন্ত র‌্যাম এবং সর্বোচ্চ ১ টেরাবাইট স্টোরেজ সহ এসেছে। আবার ফোনগুলির – ডিসপ্লে রেজোলিউশন, রিয়ার ক্যামেরা সেটআপ, ব্যাটারি ক্যাপাসিটি এবং সিকিউরিটি ফিচার প্রায় অনুরূপ থাকছে। এমনকি দামের মধ্যে ফারাকও খুবই সামান্য। তবে OnePlus মডেলটি ৩টি স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছে, আবার Redmi হ্যান্ডসেটটি ৫টি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। প্রসেসর বিভাগেও ভিন্নতা লক্ষ্যণীয়। অতএব ডিভাইস দুটির মধ্যে সদৃশ্যতা যেমন বিদ্যমান, তেমনি বৈসাদৃশ্যও আছে। তাই এই দুই ফোনের মধ্যে কে সেরা তা নির্ণয় করতে চলুন OnePlus Ace 2 Pro এবং Redmi K60 Ultra স্মার্টফোনের ফিচারের মধ্যে পার্থক্যগুলি দেখে নেওয়া যাক।

OnePlus Ace 2 Pro vs Redmi K60 Ultra : ডিসপ্লে, সেন্সর

ওয়ানপ্লাস এস ২ প্রো স্মার্টফোনে ৬.৭-ইঞ্চির ১.৫কে (২,৭৭২ x ১,২৪০ পিক্সেল) কার্ভড ওলেড ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল (কেন্দ্রীভূত) স্টাইলের এবং এটি ৪৫০ পিপিআই পিক্সেল ডেনসিটি, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, সর্বোচ্চ ১,৬০০ নিট লোকাল ব্রাইটনেস, ১০-বিট এইচডিআর ও ২,১৬০ পিডাব্লিউএম ডিমিং প্রযুক্তি সাপোর্ট করে। আর নিরাপত্তার জন্য ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

রেডমি কে৬০ আল্ট্রা স্মার্টফোনে ৬.৬৭ ইঞ্চির ১.৫কে ওলেড পাঞ্চ-হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে – ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ২,৮৮০ হার্টজ পিডাব্লিউএম ফ্রিকোয়েন্সি এবং ২,৬০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। এদিকে সিকিউরিটি ফিচার হিসাবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে।

OnePlus Ace 2 Pro vs Redmi K60 Ultra : প্রসেসর, অপারেটিং সিস্টেম, র‌্যাম, স্টোরেজ

অভ্যন্তরীণ স্পেসিফিকেশনের কথা বললে, OnePlus Ace 2 Pro স্মার্টফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর সহ এসেছে। এতে সর্বাধিক ২৪ র‍্যাম এবং ১ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ মিলবে। আবার অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালারওএস ১৩.১ (ColorOS 13.1) কাস্টম স্কিন প্রি-লোডেড থাকছে।

ফাস্ট পারফরম্যান্স ও মাল্টিটাস্কিংয়ের জন্য Redmi K60 Ultra স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ প্লাস প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটিকে ২৪ জিবি পর্যন্ত LPDDR5x র‍্যাম এবং ১ টেরাবাইট UFS 4.0 স্টোরেজ সহ পাওয়া যাবে। আলোচ্য রেডমি ফোন অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ (MIUI 14) কাস্টম ইউজার ইন্টারফেস দ্বারা চালিত।

OnePlus Ace 2 Pro vs Redmi K60 Ultra : ক্যামেরা সেটআপ

ফটো ও ভিডিওগ্রাফির জন্য ওয়ানপ্লাস এস ২ প্রো স্মার্টফোনের পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল – অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX890 প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার। এদিকে ডিভাইসের সামনে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে।

ক্যামেরা বিভাগের কথা বললে, রেডমি কে৬০ আল্ট্রা স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট দেওয়া হয়েছে। এই ক্যামেরাগুলি হল – অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সমর্থিত ৫০ মেগাপিক্সেল Sony IMX800 প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো স্ন্যাপার৷ আর সেলফি ও ভিডিও কলিংয়ের পাওয়া যাবে ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

OnePlus Ace 2 Pro vs Redmi K60 Ultra : ব্যাটারি, কানেক্টিভিটি অপশন

পাওয়ার ব্যাকআপের জন্য ওয়ানপ্লাস এস ২ প্রো স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির বড় ব্যাটার আছে, যা ১৫০ ওয়াট সুপারভুক (SuperVOOC) ফাস্ট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে। আর কানেক্টিভিটির জন্য – ডুয়েল সিম স্লট, ৫জি, ওয়াই-ফাই ৭, ব্লুটুথ ৫.৩, জিএনএসএস, এনএফসি এবং ইউএসবি টাইপ-সি পোর্ট অন্তর্ভুক্ত করা হয়েছে।

রেডমি কে৬০ আল্ট্রা স্মার্টফোনে ১২০ ওয়াট ফাস্ট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে। কানেক্টিভিটি অপশন হিসাবে সামিল থাকছে – ওয়াই-ফাই ৮০২.১১ এ/বি/এন/এসি/৬ই, ব্লুটুথ ৫.৪, জিপিএস (এল১+এল৫), গ্লোনাস, গ্যালিলিও, এনএফসি এবং ইউএসবি টাইপ-সি পোর্ট।

OnePlus Ace 2 Pro vs Redmi K60 Ultra : পরিমাপ

OnePlus Ace 2 Pro স্মার্টফোনের পরিমাপ ১৬৩.১x৭৪.২x৯ মিমি এবং ওজন ২১০ গ্রাম।

Redmi K60 Ultra স্মার্টফোনের পরিমাপ ১৬২.২x৭৫.৭x৮.৫ মিমি এবং ওজন ২০৪ গ্রাম।

OnePlus Ace 2 Pro vs Redmi K60 Ultra : দাম

ওয়ানপ্লাস এস ২ প্রো স্মার্টফোনকে তিনটি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হয়েছে। যার মধ্যে ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত বেস মডেলের দাম রাখা হয়েছে ২,৯৯৯ ইউয়ান (ভারতীয় মূল্যে প্রায় ৩৪,৫৫০ টাকা)। আর উচ্চতর ১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ এবং ২৪ জিবি র‍্যাম + ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম থাকছে যথাক্রমে ৩,৩৯৯ ইউয়ান (প্রায় ৩৯,১৬০ টাকা) এবং ৩,৯৯৯ ইউয়ান (প্রায় ৪৬,১০০ টাকা)। এটি – অরোরা গ্রীন এবং টাইটানিয়াম গ্রে কালার অপশনে এসেছে।

রেডমি কে৬০ আল্ট্রা স্মার্টফোন হোম-মার্কেটে মোট পাঁচটি স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ। যার মধ্যে ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত বেস মডেলের দাম ২,৫৯৯ ইউয়ান (প্রায় ২৯,৭৮০ টাকা) ধার্য করা হয়েছে। তুলনায় উচ্চতর ১৬ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‍্যাম + ১ টিবি স্টোরেজ বিকল্পকে পাওয়া যাবে যথাক্রমে ২,৭৯৯ ইউয়ান (প্রায় ৩২,১০০ টাকা), ২,৯৯৯ ইউয়ান (প্রায় ৩৪,৪০০ টাকা) ও ৩,২৯৯ ইউয়ান (প্রায় ৩৭,৮০০ টাকা) মূল্যে। আর ২৪ জিবি র‍্যাম + ১ টিবি স্টোরেজ সহ আসা টপ-এন্ড ভ্যারিয়েন্টটি ৩,৫৯৯ ইউয়ান (প্রায় ৪১,২৩০ টাকা) মূল্যে লঞ্চ হয়েছে। এটিকে – গ্রীন, ব্ল্যাক এবং হোয়াইট কালার অপশনে পাওয়া যাবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন