90W ফাস্ট চার্জিং স্পিডের সঙ্গে লঞ্চ হতে চলেছে Redmi K70, থাকবে 5G সাপোর্টও

গত বছর ডিসেম্বরে রেডমি তাদের প্রিমিয়াম গ্রেডের Redmi K60 সিরিজটি লঞ্চ করেছিল। যার প্রায় ১০ মাস অতিক্রান্ত হওয়ার পর...
Ananya Sarkar 11 Oct 2023 7:36 PM IST

গত বছর ডিসেম্বরে রেডমি তাদের প্রিমিয়াম গ্রেডের Redmi K60 সিরিজটি লঞ্চ করেছিল। যার প্রায় ১০ মাস অতিক্রান্ত হওয়ার পর এবার শাওমি (Xiaomi)-র সাব-ব্র্যান্ডটি ফোনগুলির উত্তরসূরি মডেলের উপরে কাজ শুরু করেছে। Redmi K70 সিরিজ শীঘ্রই চীনে লঞ্চ হবে বলে অনুমান করা হচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন সূত্র থেকে এই সিরিজের ডিভাইসগুলি সম্পর্কে বেশ কিছু তথ্য সামনে এসেছে। আর এখন, Redmi K70 চীনের 3C (CCC) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে উপস্থিত হয়ে ফাস্ট চার্জিং ক্ষমতা প্রকাশ করেছে।

Redmi K70-কে দেখা গেল 3C ডেটাবেসে

2311DRK48C মডেল নম্বর সহ রেডমি কে৭০ মডেলটি চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C)-তে তালিকাভুক্ত হয়েছে। এই অনলাইন লিস্টিংটি নিশ্চিত করেছে যে, এটি একটি ৫জি-এনেবল স্মার্টফোন হবে। উল্লেখযোগ্যভাবে, রেডমি কে৭০ মডেলটি ৯০ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। তবে এগুলি ছাড়া, রেডমি ফোনটির বিষয়ে ৩সি লিস্টিং থেকে আর কোনও তথ্য সামনে আসেনি।

জানিয়ে রাখি, সম্প্রতি শাওমির নেক্সট-জেন সফ্টওয়্যার ভার্সন, এমআইইউআই ১৫ (MIUI 15)-এর অভ্যন্তরীণ কোডে কে৭০ লাইনআপের লঞ্চের তারিখ খুঁজে পাওয়া গেছে। কোম্পানিটি আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে চীনে এই লাইনআপটি লঞ্চ করবে বলে অনুমান করা হচ্ছে। এই সিরিজে সম্ভবত তিনটি মডেল অন্তর্ভুক্ত থাকবে - স্ট্যান্ডার্ড রেডমি কে৭০, রেডমি কে৭০ই এবং রেডমি কে৭০ প্রো। সবকটি মডেলই অ্যান্ড্রয়েড ১৪ ওএস-ভিত্তিক এমআইইউআই ১৫ কাস্টম স্কিনে চলবে বলে আশা করা যায়।

উল্লেখযোগ্যভাবে, K70 সিরিজের টপ-এন্ড মডেল, Redmi K70 Pro সম্প্রতি গিকবেঞ্চ (GeekBench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে। এই বেঞ্চমার্ক তালিকাটি ফোনটির 23117RK66C মডেল নম্বর, সিঙ্গেল এবং মাল্টি কোর টেস্টের ফলাফল এবং কিছু বৈশিষ্ট্য প্রকাশ করেছে। গিকবেঞ্চের ডেটাবেস থেকে জানা গেছে যে Redmi K70 Pro-এ সম্ভবত আসন্ন ফ্ল্যাগশিপ Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসরটি থাকবে। ফোনটি ১৬ জিবি পর্যন্ত র‍্যাম অফার করবে এবং অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলবে বলেও বেঞ্চমার্ক লিস্টিংয়ে উল্লেখ করা হয়েছে। Redmi K70 সিরিজ সম্পর্কে এই মুহূর্তে এই সমস্ত তথ্যগুলিই উপলব্ধ রয়েছে, তবে আশা করা যায় খুব শীঘ্রই হ্যান্ডসেটগুলির বিষয়ে আরও জানা যাবে।

Show Full Article
Next Story