ফোনের কোয়ালিটি উন্নত করতে উদ্যোগী Redmi, নতুন স্মার্টফোনে দেখা যাবে বিরাট পরিবর্তন

গত সেপ্টেম্বরে Redmi Note 13 সিরিজ লঞ্চ হওয়ার সময়, কোম্পানির প্রেসিডেন্ট লু ওয়েইবিং এই বছরের শেষে Redmi K70 সিরিজ...
Ananya Sarkar 17 Oct 2023 8:12 PM IST

গত সেপ্টেম্বরে Redmi Note 13 সিরিজ লঞ্চ হওয়ার সময়, কোম্পানির প্রেসিডেন্ট লু ওয়েইবিং এই বছরের শেষে Redmi K70 সিরিজ লঞ্চের ইঙ্গিত দিয়েছিলেন। এছাড়া, কোম্পানি এই বিষয়ে এখনও কিছু জানায়নি। তবে, বিভিন্ন সূত্রে ইতিমধ্যেই Redmi K70-এর কিছু স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। আর এখন এক সুপরিচিত টিপস্টার দাবি করেছেন যে, Redmi K70-এর ডিজাইন Xiaomi 13T-এর মতো হবে।

Redmi K70-এ দেখা যাবে Xiaomi 13T-এর মতো ডিজাইন

টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন দাবি করেছেন যে, ফ্ল্যাগশিপ রেডমি কে৭০-এর সাথে শাওমি ১৩টি ফোনটির ডিজাইনের মিল থাকতে পারে। অর্থাৎ, রেডমি কে৭০-তে তিনটি সেন্সর সমন্বিত বর্গাকার ক্যামেরা মডিউল থাকবে। এছাড়াও, স্মার্টফোনটিতে প্লাস্টিকের পরিবর্তে গ্লাস কভার থাকবে। পূর্বসূরি মডেলগুলির মতো সস্তা উপাদান ব্যবহার না করে রেডমি কে৭০ পুরো মেটাল ফ্রেম সহ আসবে। এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে।

23117RK66C মডেল নম্বর সহ ফোনটি সম্প্রতি গিকবেঞ্চে উপস্থিত হয়েছিল, যা প্রকাশ করেছে, এতে ১ + ২ + ৫ কোর কনফিগারেশন সহ অক্টা-কোর সিপিইউ যুক্ত থাকবে, যার সর্বাধিক ক্লক স্পিড ৩.১৯ গিগাহার্টজ। এটা কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেটকে নির্দেশ করলেও, সম্পূর্ণরূপে নিশ্চিত বলে ধরে নেওয়া যাচ্ছে না। তবে যেহেতু পূর্বসূরি রেডমি কে৬০-তে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ ব্যবহার করা হয়েছে, তাই আশা করা যায় এতে পরবর্তী প্রজন্মের চিপটি ব্যবহৃত হতে পারে।

সবশেষে, Xiaomi 14-এর মতো, Redmi K70-তেও পূর্বসূরিতে থাকা ৬৭ ওয়াট চার্জিং সাপোর্টের পরিবর্তে ৯০ ওয়াট চার্জিং ক্ষমতা থাকবে বলে মনে করা হচ্ছে। তবে Pro মডেলটি উচ্চতর ১২০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ আসতে পারে।

Show Full Article
Next Story