Redmi K70: গ্রাহকদের খুশ করতে রেডমির নয়া ফোনে 16GB র্যাম, সঙ্গে দারুণ প্রসেসরও
Redmi K সিরিজ বরাবরই পারফরম্যান্স-কেন্দ্রিক স্মার্টফোন ইউজার এবং মোবাইল গেমারদের অন্যতম পছন্দ। গত বছরের শেষে Redmi K60...Redmi K সিরিজ বরাবরই পারফরম্যান্স-কেন্দ্রিক স্মার্টফোন ইউজার এবং মোবাইল গেমারদের অন্যতম পছন্দ। গত বছরের শেষে Redmi K60 সিরিজ বাজারে পা রেখেছিল। আর নভেম্বরের শেষের দিকে উত্তরসূরি হিসেবে Redmi K70 সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি, স্ট্যান্ডার্ড K70 মডেলটির ফাঁস হওয়া রেন্ডার ডিজাইন স্পষ্টভাবে তুলে ধরেছে। K70 সিরিজ সম্পর্কে একাধিক তথ্যও ফাঁস হয়েছে। আর এখন, লঞ্চের আগে স্ট্যান্ডার্ড Redmi K70 মডেলটি গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে উপস্থিত হয়ে হার্ডওয়্যার স্পেসিফিকেশন প্রকাশ করেছে।
Redmi K70-কে দেখা গেল Geekbench ডেটাবেসে
রেডমি কে৭০ গিকবেঞ্চে 2311DRK48C মডেল নম্বর সহ তালিকাভুক্ত হয়েছে। ডেটাবেস থেকে জানা গেছে যে, এতে 'ডুচ্যাম্প' কোডনেমযুক্ত একটি মাদারবোর্ড থাকবে, যাতে ২.২০ গিগাহার্টজ ক্লক স্পিডের চারটি কোর, ৩.২০ গিগাহার্টজ গতির তিনটি কোর এবং ৩.৩৫ গিগাহার্টজে রান করা একটি প্রাইম কোর রয়েছে। অনুমান করা হচ্ছে এটি সম্ভবত মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩০০ চিপসেট হবে, যা চলতি মাসের শেষের দিকে লঞ্চ করা হতে পারে।
পাশাপাশি বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মের লিস্টিং অনুযায়ী, রেডমি কে৭০ ফোনটি ১৬ জিবি র্যাম অফার করবে এবং একে প্রি-লোড করা অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে সহ পাঠানো হবে। বেঞ্চমার্ক টেস্টে, ডিভাইসটি গিকবেঞ্চের সিঙ্গেল-কোর এবং মাল্টি-কোর টেস্টে যথাক্রমে ১,২৪৮ এবং ৪,১৭৭ পয়েন্ট স্কোর করেছে।
জানিয়ে রাখি, পূর্বে একই মডেল নম্বর সহ Redmi K70 ফোনটি চীনা কম্পালসারি সার্টিফিকেশন (3C) সার্টিফিকেশন ওয়েবসাইটে উপস্থিত হয়েছিল, যা নিশ্চিত করে যে এটি ৯০ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৫জি কানেক্টিভিটি সাপোর্ট করবে। স্মার্টফোনটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে বলেও আশা করা হচ্ছে।
Redmi K70-এর ফাঁস হওয়া রেন্ডার অনুসারে, এতে পোকোর (Poco) মতো আয়তক্ষেত্রাকার ক্যামেরা আইল্যান্ড থাকবে, যার মধ্যে তিনটি ক্যামেরা এবং একটি এলইডি ফ্ল্যাশ অবস্থান করবে। মডিউলটি আগের থেকে আরও বেশি বাইরের দিকে প্রসারিত হতে পারে। এছাড়া, Redmi K70-তে একটি পাঞ্চ-হোল কাটআউট এবং চারপাশে পাতলা বেজেল সহ ফ্ল্যাট ডিসপ্লে থাকবে।