Redmi K70 সিরিজে চমক, ডাক্তারদের সঙ্গে মিলে বানানো উন্নত প্রযুক্তি দেখা যাবে ফোনে

ওয়ানপ্লাস তাদের বহু প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ OnePlus 12-এর লঞ্চের তারিখ শেয়ার করেছে। অন্যদিকে, আরেক চীনা ব্র্যান্ড রেডমিও তাদের প্রিমিয়াম গ্রেডের K-সিরিজটির আসন্ন স্মার্টফোনগুলির লঞ্চের দিনক্ষণ প্রকাশ…

ওয়ানপ্লাস তাদের বহু প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ OnePlus 12-এর লঞ্চের তারিখ শেয়ার করেছে। অন্যদিকে, আরেক চীনা ব্র্যান্ড রেডমিও তাদের প্রিমিয়াম গ্রেডের K-সিরিজটির আসন্ন স্মার্টফোনগুলির লঞ্চের দিনক্ষণ প্রকাশ করেছে। শাওমি (Xiaomi)-এর প্রোডাক্ট ডিরেক্টর, ওয়াং টেং থমাস, সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন যে, রেডমির দশম বার্ষিকী উপলক্ষে Redmi K70 Pro-এর লঞ্চ ইভেন্ট আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। এর পাশাপাশি কোম্পানির তরফে ফোনটির কিছু গুরুত্বপূর্ণ ডিসপ্লে স্পেসিফিকেশনও প্রকাশ করা হয়েছে।

সামনে এল Redmi K70 Pro-এর ডিসপ্লে স্পেসিফিকেশন

Redmi K70 Pro ডিসপ্লেতে টিসিএল (TCL) দ্বারা নির্মিত একটি ‘দ্বিতীয়-প্রজন্মের ২কে স্ক্রিন’ রয়েছে, যা ৪,০০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। স্ক্রিনটি বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক আপগ্রেড নিয়ে আসবে বলে জানা গেছে, যেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল কালার, টাচ স্যাম্পলিং রেট এবং আরও গুরুত্বপূর্ণভাবে, ইন-বিল্ট আই কেয়ার সলিউশন। রেডমি আই কেয়ার সলিউশন তৈরি করতে এবং চিকিৎসা নির্দেশনার অধীনে আই কেয়ার স্ট্যান্ডার্ডগুলির ব্যাপক বিবর্তনের বিষয়ে প্রচার করতে চোখের হাসপাতালগুলির সাথে একত্রে কাজ করছে।

রেডমি কে৭০ প্রো-এ টিসিএল-এর দ্বিতীয়-প্রজন্মের সি৮ ডিসপ্লে প্যানেল ব্যবহার করা হবে, যেটিতে প্রদত্ত উজ্জ্বলতার জন্য কম শক্তির প্রয়োজন হয়। এটি ৪,০০০ নিট পর্যন্ত ব্রাইটনেস লেভেল অফার করতে পারে। তবে, এই ৪,০০০ নিট উজ্জ্বলতা পুরো প্যানেলের জন্য প্রযোজ্য নাকি এটির একটি ছোট অংশে প্রযোজ্য, তা এখনও স্পষ্ট নয়। জানিয়ে রাখি, শাওমি ১৪ ফোনটি ২,৮০০ নিট-এর পিক ব্রাইটনেস সাপোর্ট করে।

এছাড়াও জানা গেছে, Redmi K70 Pro ফোনটি ৩,৮৪০ হার্টজ হাই-ফ্রিকোয়েন্সি পিডাব্লিউএম ডিমিং অফার করবে, যা ২কে প্যানেলে দেখাই যায় না। ফোনটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ২x টেলিফটো লেন্স সহ ট্রিপল ক্যামেরা সেটআপের সাথে আসবে। প্রধান ক্যামেরাটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট করবে। Redmi K70 Pro একটি উজ্জ্বল সাদা রঙের ‘ক্লিয়ার স্নো’ নামের ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এটিতে একটি গ্লসি অ্যালুমিনিয়াম ফ্রেম এবং একটি গ্লাস ব্যাক সহ একটি ফ্ল্যাট ডিজাইন থাকবে।

উল্লেখ্য, Redmi K70 সিরিজে তিনটি মডেল রয়েছে, এগুলি হল – MediaTek Dimensity 8300-Ultra প্রসেসর সহ Redmi K70E, Qualcomm Snapdragon 8 Gen 2 চিপসেট দ্বারা চালিত Redmi K70 এবং Snapdragon 8 Gen 3 সহ টপ-এন্ড Redmi K70 Pro। সুপরিচিত টিপস্টার আইস ইউনিভার্স গতকাল প্রকাশ করেছেন যে, পুরো সিরিজটি পূর্ববর্তী সিরিজের ৮ জিবি ভ্যারিয়েন্টের তুলনায় বেস হিসাবে ১২ জিবি র‍্যাম ক্ষমতার সাথে আসবে।