ফোন হ্যাং হওয়ার দিন শেষ! অবিশ্বাস্য পরিমাণ র্যামের সঙ্গে আসছে Redmi K70 Pro
রেডমি চলতি সপ্তাহেই চীনের বাজারে তাদের Redmi K70 সিরিজের প্রিমিয়াম গ্রেডের স্মার্টফোনগুলির ওপর থেকে পর্দা সরাতে চলেছে।...রেডমি চলতি সপ্তাহেই চীনের বাজারে তাদের Redmi K70 সিরিজের প্রিমিয়াম গ্রেডের স্মার্টফোনগুলির ওপর থেকে পর্দা সরাতে চলেছে। এই হ্যান্ডসেটগুলি আগামী ২৯ নভেম্বর বাজারে পা রাখবে। আসন্ন লাইনআপে তিনটি ফোন থাকবে বলে ইতিমধ্যেই জানা গেছে, এগুলি হল - Dimensity 8300-Ultra-চালিত Redmi K70e, Snapdragon 8 Gen 2-চালিত Redmi K70, এবং Snapdragon 8 Gen 3 চিপসেট যুক্ত Redmi K70 Pro৷ আর এখন লঞ্চের দু’দিন আগে সোশ্যাল মিডিয়ায় Redmi K70 এবং Redmi K70 Pro মডেল দুটির কনফিগারেশন ফাঁস হয়েছে। এছাড়াও, প্রো মডেলটি আবারও গিকবেঞ্চে হাজির হয়েছে। যদিও, এর আগে ডিভাইসটির ১৬ জিবি র্যাম ভ্যারিয়েন্টটিকে বেঞ্চমার্ক ডেটাবেসে দেখা গিয়েছিল, তবে নতুন লিস্টিংটি এর ২৪ জিবি র্যাম সংস্করণের অস্তিত্ব নিশ্চিত করেছে।
Redmi K70 এবং Redmi K70 Pro-এর র্যাম, স্টোরেজ এবং রঙের বিকল্প (সম্ভাব্য)
রেডমি কে৭০ সিরিজের ফাঁস হওয়া কনফিগারেশন থেকে জানা গেছে যে, স্ট্যান্ডার্ড রেডমি কে৭০ মডেলটি তিনটি কনফিগারেশনে আসবে, এগুলি হল ১৬ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র্যাম + ১ টিবি স্টোরেজ। প্রথম দুটি ভ্যারিয়েন্ট চারটি শেডে পাওয়া যাবে - ব্ল্যাক, গ্লেসিয়ার সিলভার, ব্যাম্বু মুন ব্লু এবং লাইট পার্পেল। আর টপ-এন্ড ভ্যারিয়েন্টটি ব্ল্যাক, সিলভার এবং পার্পল কালার অপশনে বাজারে আসবে।
অন্যদিকে, টপ-অফ-দ্য-লাইন রেডমি কে৭০ প্রো-ও তিনটি কনফিগারেশনে পাওয়া যাবে - ১৬ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ এবং ২৪ জিবি র্যাম + ১ টিবি স্টোরেজ। তিনটি ভ্যারিয়েন্টই ব্ল্যাক, গ্লেসিয়ার সিলভার এবং ব্যাম্বু মুন ব্লু-এর মতো আকর্ষণীয় কালারে পাওয়া যাবে।
Redmi K70 Pro-কে দেখা গেল Geekbench-এর সাইটে
গিকবেঞ্চ বেঞ্চমার্কিং ডেটাবেস অনুযায়ী, Redmi K70 Pro-এ ২৪ জিবি র্যাম এবং Qualcomm-এর লেটেস্ট Snapdragon 8 Gen 3 চিপসেট মিলবে এবং এটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে রান করবে, যার ওপর সম্ভবত শাওমির নতুন হাইপারওএস (HyperOS) কাস্টম স্কিনের স্তর থাকবে। পরিশেষে বেঞ্চমার্ক ফলাফলের ক্ষেত্রে, Redmi K70 Pro গিকবেঞ্চের সিঙ্গেল-কোর এবং মাল্টি-কোর টেস্টে যথাক্রমে ২,১০১ এবং ৬,৫২৪ পয়েন্ট অর্জন করেছে।