সমস্ত রেকর্ড ভেঙে চুরমার করে দিল Redmi K70 সিরিজ, দুই সপ্তাহে বিক্রি ছাড়ালো 10 লক্ষ
গত ২৯শে নভেম্বর চীনের বাজারে আত্মপ্রকাশ করে Redmi K70 স্মার্টফোন সিরিজ। লঞ্চের ঠিক দু'দিনের মাথায় অর্থাৎ প্রথম সেলেই...গত ২৯শে নভেম্বর চীনের বাজারে আত্মপ্রকাশ করে Redmi K70 স্মার্টফোন সিরিজ। লঞ্চের ঠিক দু'দিনের মাথায় অর্থাৎ প্রথম সেলেই আলোচ্য লাইনআপটি বাজারে সাড়া ফেলে দেয়। আজ আবার Redmi তাদের এই লেটেস্ট তথা জনপ্রিয় স্মার্টফোন সিরিজের জন্য একটি পোস্টার শেয়ার করেছে। যেখানে সংস্থাটি গর্বের সাথে ঘোষণা করেছে যে, বাজারে পা রাখার পরবর্তী ১৪ দিনের মধ্যেই Redmi K70 স্মার্টফোন সিরিজের মোট ১ মিলিয়ন (১০ লক্ষ) ইউনিট বিক্রি হয়ে গেছে৷
লঞ্চের দুই সপ্তাহের মধ্যেই আগের সমস্ত রেকর্ড ভাঙলো Redmi K70 সিরিজ
রেডমির তরফে বলা হয়েছে, ১লা ডিসেম্বর অর্থাৎ প্রথম সেল শুরু হওয়ার মাত্র ৫ মিনিটের মধ্যেই রেডমি কে৭০ সিরিজের ৬,০০,০০০টি ইউনিট চোখের নিমেষে সোল্ড আউট হয়ে যায়, যা পূর্বসূরি রেডমি কে৬০ সিরিজের বিক্রির পরিমাণের দ্বিগুণেরও বেশি। আবার আজ ১ মিলিয়ন বা ১০ লক্ষ ইউনিট বিক্রি হওয়ার পরিসংখ্যান অতিক্রম করার মাধ্যমে নয়া সিরিজটি নতুন বেঞ্চমার্ক স্থাপন করেছে।
উল্লেখ্য, Redmi K70 সিরিজের অধীনে মোট তিনটি মডেল এসেছে, যথা - Redmi K70e, Redmi K70, এবং Redmi K70 Pro। উল্লেখিত মডেলগুলি যথাক্রমে - মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩০০ আল্ট্রা, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসরের সাথে লঞ্চ হয়েছে৷ সিরিজের প্রত্যেকটি ফোন ২কে রেজোলিউশন সমর্থিত OLED ডিসপ্লে প্যানেল এবং পাওয়ার ব্যাকআপের জন্য ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৫,৫০০ এমএএইচ ব্যাটারি অফার করে। সর্বোপরি Redmi K70e, K70, এবং K70 Pro হল সংস্থার প্রথম তিনটি ফোন, যা লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক সংস্থার নতুন কাস্টম স্কিন হাইপারওএস দ্বারা চালিত।
প্রসঙ্গত, সংস্থার তরফ থেকে Redmi K70 Pro স্মার্টফোনের একটি বিশেষ লিমিটেড-এডিশন ভ্যারিয়েন্টও লঞ্চ করা হয়েছে। এটি Redmi K70 Pro Automobili Lamborghini Squadra Corse নামে এসেছে। রেডমি নিশ্চিত করেছে যে, এই ডিভাইসটি আগামীকাল থেকে চীনে প্রথমবার ওপেন সেলে বিক্রির জন্য উপলব্ধ হবে। যদিও এর দাম এখনো প্রকাশ্যে আনা হয়নি।
সাম্প্রতিক কয়েকটি রিপোর্ট অনুযায়ী, নবাগত Redmi K70e মডেলটি খুব শীঘ্রই বিশ্ব বাজারে Poco X6 Pro 5G নামে রিব্র্যান্ডেড হবে। অন্যদিকে, Redmi K70 Pro স্মার্টফোনটি Poco F6 Pro 5G নামের সাথে বিভিন্ন বাজারে মুক্তি পাবে।