লঞ্চের দু’মাস পর বিক্রি শুরু Redmi K70 Ultra ফোনের ২৪ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টের

গত জুলাইয়ে লঞ্চ হয়েছিল Redmi K70 Ultra স্মার্টফোন। এই সময় ডিভাইসটি ১২ জিবি + ২৫৬ জিবি, ১২ জিবি + ৫১২ জিবি, ১৬ জিবি র‍্যাম +…

Redmi K70 Ultra 24Gb Ram 1Tb Storage Now Available For Sale After July 2024 Launch

গত জুলাইয়ে লঞ্চ হয়েছিল Redmi K70 Ultra স্মার্টফোন। এই সময় ডিভাইসটি ১২ জিবি + ২৫৬ জিবি, ১২ জিবি + ৫১২ জিবি, ১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি, ১৬ জিবি + ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছিল। এছাড়া ঘোষণা করা হয়েছিল যে, এটি শীঘ্রই ২৪ জিবি র‌্যাম ও ১ টিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। সেই মতো‌ এখন Redmi K70 Ultra এর সবচেয়ে প্রিমিয়াম এই স্টোরেজ ভ্যারিয়েন্টের বিক্রি শুরু হল। আসুন নতুন এই স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Redmi K70 Ultra এর ২৪ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টের দাম

রেডমি কে৭০ আল্ট্রা ফোনের ২৪ জিবি র‌্যাম + ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৩,৮৯৯ ইউয়ান, যা ভারতীয় মূল্যে প্রায় ৪৫,০০০ টাকার সমান। এর আগের চার ভ্যারিয়েন্টের দাম ছিল যথাক্রমে ২,৫৯৯ ইউয়ান (প্রায় ২৯,৯৫০ টাকা), ২,৮৯৯ ইউয়ান (প্রায় ৩৩,৪০০ টাকা), ৩,১৯৯ ইউয়ান (প্রায় ৩৬,৮৪০ টাকা) ও ৩,৫৯৯ ইউয়ান (প্রায় ৪১,৪৫০ টাকা)।

রেডমি কে৭০ আল্ট্রা ফোনের নতুন স্টোরেজ ভ্যারিয়েন্ট চীনের বিভিন্ন রিটেল স্টোর থেকে পাওয়া যাচ্ছে।

Redmi K70 Ultra স্পেসিফিকেশন ও ফিচার

রেডমি কে৭০ আল্ট্রা ফোনে আছে ৬.৬৭ ইঞ্চি ১.৫কে রেজোলিউশনের ওএলইডি ৮টি এলটিপিএস ডিসপ্লে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে ডি১ গ্রাফিক্স চিপ সহ মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০+ প্রসেসর ব্যবহার করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৫,৫০০ এমএএইচ ব্যাটারি, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Redmi K70 Ultra এর পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ওআইএস সহ ৫০ মেগাপিক্সেল সনি IMX906 সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা বর্তমান। এর অন্যান্য ফিচারের মধ্যে আছে আইপি৬৮ রেটিং, ডুয়েল স্পিকার, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইত্যাদি।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন