Redmi K70 Ultra: রেডমির সর্বগুনপম্পন্ন ফোনে চমক, গেমিংয়ের জন্য মিলবে বিশেষ গ্রাফিক্স চিপ

Redmi Turbo 3 ফ্ল্যাগশিপ-কিলার লঞ্চের পর, এখন Redmi K70 Ultra নামে আরও একটি অত্যাধুনিক ফোনের ওপর কাজ করছে শাওমি। তবে ফোনটিতে Qualcomm-এর পরিবর্তে MediaTek কোম্পানির…

Redmi Turbo 3 ফ্ল্যাগশিপ-কিলার লঞ্চের পর, এখন Redmi K70 Ultra নামে আরও একটি অত্যাধুনিক ফোনের ওপর কাজ করছে শাওমি। তবে ফোনটিতে Qualcomm-এর পরিবর্তে MediaTek কোম্পানির প্রসেসর থাকবে বলে শোনা যাচ্ছে। সংস্থার ঘোষণার আগেই এখন প্রসেসরটির নাম সামনে চলে এসেছে। একইসাথে Redmi K70 Ultra মডেলটির গুরুত্বপূর্ণ কিছু স্পেসিফিকেশনও ফাঁস হয়ে গিয়েছে

Redmi K70 Ultra ফোনে থাকবে MediaTek প্রসেসর

এক টিপস্টার চীনা মাইক্রোব্লগিং ওয়েবসাইট ওয়েইবো-এ দাবি করেছেন যে, রেডমি কে70 আল্ট্রা-এ মিডিয়াটেক ডাইমেনসিটি 9300 প্লাস চিপসেট থাকবে। এটি ডাইমেনসিটি 9300-এর আপগ্রেড ভার্সন, যা গত নভেম্বর মাসে আত্মপ্রকাশ করেছিল। এই নতুন চিপটি আসন্ন ভিভো এক্স100এস এবং এক্স100এস প্রো মডেলে ব্যবহার করা হবে বলে আশা করা হচ্ছে।

রিপোর্টে আরও বলা হয়েছে যে, ডিভাইসটিতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে। এর সাথে একটি আল্ট্রা-ওয়াইড এবং একটি ম্যাক্রো ক্যামেরা যুক্ত থাকবে। রেডমি কে70 আল্ট্রা-এ ডেডিকেটেড গ্রাফিক্স চিপ সহ 1.5K রেজোলিউশন সহ ওলেড (OLED) স্ক্রিন থাকবে, যা ভাল ভিজ্যুয়াল এবং গেমিং এক্সপেরিয়েন্স অফার করবে। ফোনটি 120 ওয়াট ফাস্ট চার্জিং, গ্লাস ব্যাক সহ মেটাল ফ্রেম, সর্বাধিক 24 জিবি র‍্যাম এবং 1 জিবি স্টোরেজের সাথে আসবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া, Redmi K70 Ultra-এ বড় 5,500 এমএএইচ ব্যাটারি থাকবে বলেও জানা গেছে। এটি চীনে লঞ্চ করা হবে। অন্যদিকে, পরিবর্তিত সংস্করণ হিসাবে Xiaomi 14T Pro গ্লোবাল মার্কেটে পা রাখবে আরও কিছু অতিরিক্ত বৈশিষ্ট্যের সাথে, যা K70 Ultra-তে মিলবে না।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন