ব্যাটারির ক্ষমতা ও ফাস্ট চার্জিং স্পিডে চমকে দেবে Redmi K70e, ফিচার্স গুনে শেষ হবে না
রেডমির পারফরম্যান্স-কেন্দ্রিক K-সিরিজে খুব শীঘ্রই যোগদান করতে চলেছে নতুন মডেল। শাওমি (Xiaomi)-এর সাব-ব্র্যান্ডটি তাদের...রেডমির পারফরম্যান্স-কেন্দ্রিক K-সিরিজে খুব শীঘ্রই যোগদান করতে চলেছে নতুন মডেল। শাওমি (Xiaomi)-এর সাব-ব্র্যান্ডটি তাদের আসন্ন Redmi K70 লাইনআপের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলি উন্মোচন করার জন্য প্রায় প্রস্তুত। এই লাইনআপে স্ট্যান্ডার্ড Redmi K70, Redmi K70 Pro এবং Redmi K70e - এই তিনটি মডেল অন্তর্ভুক্ত থাকবে। ব্র্যান্ডটি বর্তমানে এই সিরিজের প্রতি ক্রেতাদের আকর্ষণ বৃদ্ধি করতে ফোনগুলির উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলিকে অনলাইনে টিজ করছে। আর এখন, কোম্পানি দ্বারা শেয়ার করা একটি নতুন টিজারে Redmi K70e-এর ব্যাটারি স্পেসিফিকেশন এবং ফাস্ট চার্জিং স্পিড প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত হল Redmi K70e-এর ব্যাটারি এবং চার্জিং স্পেসিফিকেশন
রেডমি তাদের অফিসিয়াল ওয়েইবো অ্যাকাউন্টে (একটি চীনা মাইক্রোব্লগিং ওয়েবসাইট) একটি নতুন টিজার শেয়ার করেছে। এই টিজারটি প্রকাশ করেছে যে, রেডমি কে৭০ই ৫,৫০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি এবং ৯০ ওয়াট ফাস্ট চার্জিং স্পিড অফার করবে। এর সাথেই রেডমি যোগ করেছে যে, নতুন স্মার্টফোনটি শাওমির নিজস্ব ব্যাটারি প্রযুক্তির সাথে আসবে, যা ১,০০০টি হেভি লোড এবং দীর্ঘ চার্জিং সাইকেলের পরেও ৯০% ব্যাটারি হেল্থ নিশ্চিত করবে।
জানিয়ে রাখি, এই দীর্ঘস্থায়ী ব্যাটারি পাওয়ার জন্য, কোম্পানি একটি উচ্চ এনার্জি ডেনসিটির ব্যাটারি ব্যবহার করে যা ব্যাটারির আয়ু বাড়ানোর জন্য একটি স্মার্ট চার্জিং অ্যালগরিদমের সাথে যুক্ত। কিন্তু বড় আকারের ব্যাটারি থাকা সত্ত্বেও, রেডমি কে৭০ই মাত্র ৮.০৫ মিলিমিটার পুরু হবে বলে জানা গেছে। সম্প্রতি, একটি পারফরম্যান্স টেস্ট ভিডিওতে স্মার্টফোনটির ফ্রন্ট প্যানেলের ডিজাইন প্রকাশ করা হয়েছে।
এছাড়াও, আগের আরেকটি রিপোর্টে Redmi K70e-এর স্পেসিফিকেশনগুলি শেয়ার করা হয়েছিল, যা থেকে জানা গেছে, ফুলএইচডি+ রেজোলিউশন এবং ১২০ রিফ্রেশ রেট সহ ৬.৬৭ ইঞ্চির ওলেড ডিসপ্লে থাকবে এতে। ফোনটি MediaTek Dimensity 8300 Ultra প্রসেসর সহ আসবে, যা সর্বাধিক ১৬ জিবি এলপিডিডিআর৫এক্স র্যাম এবং ১ টিবি পর্যন্ত ইউএফএস ৪.০ স্টোরেজের সাথে যুক্ত থাকবে। শোনা যাচ্ছে যে, Redmi K70e মডেলটিকে বিশ্ববাজারের Poco F6 5G নামে রিব্র্যান্ড করা হবে।